প্রশ্নঃ পর্ণ ভিডিওর অ্যানাল সেক্স দৃশ্য দেখে এখন আমার স্ত্রী পায়ুপথে সঙ্গম করতে আগ্রহী। আমি তাকে এ আগ্রহ থেকে কিভাবে ফিরাবো?
উত্তরঃ বিষয়টি লজ্জাজনক। পশ্চিমাদের বিকৃতি অপসংস্কৃতি যে আমাদের সমাজের উপর বিরূপ প্রভাব বিস্তার করছে তা নতুন করে বলার প্রয়োজন বোধ করি না।
মোবাইলের মাধ্যমে ভিডিও দেখার সুবিধার্থে এখন পর্ণ সবার হাতে হাতে একথা আমরা আগেই বলেছি এবং এসব ভিডিও সমাজে কিভাবে ক্ষতি সাধন করছে তা সমাজের দিকে দৃষ্টি দিলেই বুঝা যায়। বাংলাদেশ সরকার পর্ণ সাইট বন্ধ করার ঘোষণা দিয়েও তা এখনো কার্যকর করতে পারেনি যা অত্যন্ত হতাশাজনক। যুবক সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং যৌন বিকৃতি রোধ করতে বাংলাদেশ সরকার দ্রুত পদক্ষেপ নিবে বলে আমরা আশা করি।
যেভাবে আপনার স্ত্রীকে অ্যানাল সেক্সে থেকে বিরত রাখবেন…
প্রথমে তাকে বুঝিয়ে বলুন যে, এ পথে সহবাস করা হারাম। এপথে সহবাস করলে আমরা কবিরা গুনাহগার হবো। কেননা রাসূল (সাঃ) বলেছেনঃ
“আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত, তিনি নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] থেকে বর্ণনা করেছেন, নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন:“যে ব্যক্তি তার স্ত্রীর মলদ্বারে বা পায়ু পথে সঙ্গম করবে, মহান আল্লাহ তার দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না”। এই হাদীসের ব্যাখ্যা দেখুন
দ্বিতীয়ত্ব তাকে বুঝিয়ে বলুন যে, এই পথটি নোংরা ও অরুচিকর। এই পথে সঙ্গম করলে তোমার পায়ুতে ব্যথা হবে এবং ক্ষতের সৃষ্টি হতে পারে।
তৃতীয়ত্ব এই পথে সঙ্গম করলে তেমন সুখ লাভ করা যায় না। কেননা নারীদের যৌন উত্তেজনা জাগলে যোনি পথের ন্যায় এই পথে কোন পিচ্ছল স্রাব নির্গত হয় না। তাই এপথে সহবাস করলে বিপজ্জনক ঘটনা ঘটে যেতে পারে। তাই আমাদের এই বিপজ্জনক ঘটনা থেকে বাঁচতে এপথে সহবাস করা থেকে বিরত থাকতে হবে।
এসম্পর্কে আরো পড়ুনঃ অ্যানাল সেক্স কেনো করবেন না
উত্তর দিয়েছেনঃ সৈয়দ রুবেল। (প্রতিষ্ঠাতা ও সম্পাদক-আমার বাংলা পোস্ট)
The post প্রশ্নঃ স্ত্রী অ্যানাল সেক্সের প্রতি আগ্রহী হলে ফেরাবো কি করে? appeared first on Amar Bangla Post.