জলাবদ্ধতায় কাটছে বাংলাদেশের নাগরিকদের জীবন। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি আবার কোথাও গলা পর্যন্ত পানিতে ডুবে আছে বাংলাদেশের প্রধান দুইটি শহরের রাস্তা-ঘাট ও বসত বাড়ী এবং দোকানপাট। এ যেন জনদুর্ভোগের অপর নাম বাংলাদেশ। এ ছবি গুলো ঢাকা ও চট্টগ্রামের। বর্তমানে এ দুটি শহরে মেয়রের দায়িত্ব পালন করছেন ঢাকায় আনিসুল হক ও সাঈদ খোকন এবং চট্টগ্রামে আ.জ.ম নাসির। দুইটি শহরে দায়িত্বে থাকা এই তিন জনই বর্তমান সময়ে ক্ষমতায় থাকা আওয়ামীলীগ সরকারের দলের সদস্য।
এই জনদুর্ভোগের সময়কাল: জুন ও জুলাই ২০১৭। ফেসবুকে স্থানীয় সাধারণ নাগরিকদের আপলোড ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ চিত্র থেকে সংগ্রহ করা হয়েছে।
কৃজ্ঞতায়ঃ ইলোরা জামান।
#জনদুর্ভোগ_২০১৭ #বাংলাদেশ #ভরসা_রাখুন_নৌকায়
এ সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুণ এবং অন্যদেরকে জানাতে শেয়ার করুণ।
The post সাম্প্রতিক বাংলাদেশের ছবি। জন দূর্ভোগের চিত্র ২০১৭ appeared first on Amar Bangla Post.