জানো আপু, স্বামী আমার
দেয়না কোন সোহাগ,
বলল আপু, দাও তো তালাক
কত্তো বড় দেমাগ!
স্বামী আমার কথায় কথায়
দেয় যে মোরে খোঁটা,
বলল আপু, স্বামীর মাথায়
জোরছে মার ঝাঁটা।
আমার পতির আয় রোজগার
নেহাত খুবই কম,
বলল আপু, মামলা করো
দেখব কে কার যম!
ক্লান্ত আমি ঘরের কাজে
হর হামেশাই বিজি,
বলল আপু, আজই তালাক
সমাধান খুব ইজি।
ঝগড়া-ফ্যাসাদ মিটিয়ে দিলে
হজের সোয়াব হয়,
কোন সে নেকীর নেশায় তারা
তালাক তালাক কয়?
এমনি করেই তালাক যদি
ছড়ায় প্রতি ঘরে,
আইবুড়ি আর পরকীয়ায়
উঠবে সমাজ ভরে।
ছড়াকারঃ Ahsan Sabbir
খবরঃ বছরে ৫১৪৩টি সংসার বিচ্ছেদ ঘটছে। এর মধ্যে স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে তালাক ৬৮ দশমিক ১৯ শতাংশ…
লেখকের আরো দুইটি ছড়াঃ
০১। ভালোবাসার দিবসের কবিতা (১৮+)
০২। নাস্তিক-কবিতা
লেখকের আরো একটি স্বাস্থ্য বিষয়ক আর্টিকেল পড়ুন ঃ যৌন ভিডিও এবং যৌন সমস্যার বাস্তবতা
The post ছড়াঃ “তালাকের মহামারী” appeared first on Amar Bangla Post.