Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

হিমুর রুপালী রাত্রী |হুমায়ূন আহমেদ

$
0
0

হিমুর রূপালী রাত্রী –হুমায়ূন আহমেদ

ফাতেমা খালা একটা চিরকুট পাঠিয়েছেন। চিরকুটে লেখা—

হিমু,

এক্ষুনি চলে আয়, ম্যানেজারকে পাঠালাম। খবর্দার দেরি করবি না।

খুব জরুরী। very urgent.

ইতিঃ ফাতেমা খালা।

ম্যানেজার ভদ্রলোক গম্ভীর মুখে বসে আছেন। তার গায়ে স্যুট। পায়ে কালো রঙের জুতা। মনে হয় আসার আগে পালিশ করিয়ে এনেছেন। জুতা জোড়া আয়নার মত চকচক করছে। গলায় সবুজ রঙ্গের টাই। বেশির ভাগ মানুষকেই টাই মানায় না। ইনাকে মানিয়েছে। মনে হচ্ছে ইনার গলাটা তৈরিই হয়েছে টাই পরার জন্য। ভদ্রলোক আফটার শেভ লোশন, কিংবা সেন্ট মেখেছেন। মিষ্টি গন্ধ আসছে। তার চেহারাও সুন্দর। ভরাট মুখ। ঝকঝকে দাঁত। বিদেশী টুথপেষ্টের বিজ্ঞাপনে এই দাঁত ব্যবহার করা যেতে পারে। ভদ্র লোককে ফাতেমা খালার ম্যানেজার বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে কোন মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। বোঝাই যাচ্ছে, আমার ঘরটা তাঁর খুব অপছন্দ হচ্ছে। তিনি সম্ভবত বিকট দুর্গন্ধ পাচ্ছেন। কারণ কিছুক্ষণ পরপরই চোখ-মুখ কুঁচকে ফেলে নিঃশ্বাস টানছেন। পকেটে হাত দিচ্ছেন, সম্ভবত রুমালের জন্য। তবে ভদ্রতার খাতিরে রুমাল দিয়ে নাক চাপা দিচ্ছেন না। এদিক-ওদিক তাকাচ্ছেন। সম্ভবত দুর্গন্ধ কোত্থেকে আসছে তা বের করার চেষ্টা।

ভদ্রলোক অস্থির গলায় বললেন, ‘বসে আছেন কেন? চলুন, দেরি হয়ে যাচ্ছে।’

       আমি হাই তুলতে তুলতে বললাম, ‘কোথায় চলব?’

ভদ্রলোক অতিরিক্ত রকমের বিস্মিত হয়ে বললেন, ‘আপনার হালার বাসায়।

আমি গাড়ি নিয়ে এসেছি।’…

সম্পূর্ণ বইটি পড়তে ডাউনলোড করে নিন। 

বইয়ের নামঃ হিমুর রুপালী রাত্রী। 

ক্যাটাগরিঃ উপন্যাস

লেখকঃ হুমায়ূন আহমেদ

ফরম্যাটঃ পিডিএফ 

আকারঃ ৩ মেগাবাইট। 

download

The post হিমুর রুপালী রাত্রী | হুমায়ূন আহমেদ appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles