হিশাম ইবনে উরওয়া আপন পিতা থেকে বর্ণনা করেন, হযরত আয়েশা রা. বর্ণনা করেন, একদিন রাসূল সা. কে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ একটি প্রশ্নের জবাব দিন তো। মনে করুন, আপনি এমন একটি মাঠে গিয়েছেন যেখানে অনেক ঘাস ইত্যাদি উঁটের খাদ্য রয়েছে। কিন্তু এক অংশে অন্য কেউ এসে নিজের উটকে খাইয়ে নিয়ে গেছে কিন্তু অন্য অংশ সম্পূর্ণ নিখুঁত রয়েছে। সেখানে কেউ উট চড়ায়নি। এবার বলুনতো আপনি আপনার উট কোথায় চড়াবেন? ব্যবহৃত অংশে নাকি নিখুঁত অংশে?
রাসূল (সাঃ) জবাব দিলেন নিখুঁত অংশে চড়াবো।
এই বর্ণনার দ্বারা আয়েশা রা. এর উদ্দেশ্য হলো রাসূল সা. এর স্ত্রীদের মধ্যে একমাত্র তিনিই কুমারী ছিলেন।-প্রতিভার গল্প ২।
The post আয়েশা রা. এর বুদ্ধিমত্তা appeared first on Amar Bangla Post.