Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

কাজের মেয়েদের প্রতি এ কেমন নির্যাতন সৌদি পুরুষদের?

$
0
0

সৌদিতে কাজ করতে যাওয়া নারীরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে।

আগে নির্যাতনের খবর মাঝে-মধ্যে বের হলেও এখন এসব নির্যাতনের ভিডিও প্রকাশ পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

সৌদিতে গৃহকর্মী হিসেবে কাজ করতে যাওয়া নারীরা যে ভালো নেই, তারা  যে সেখানে দুর্বিসহ জীবন যাপন করে সেসব তথ্য এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ছে  সবার কাছে।
ইসলামের আবির্ভাব ও শেষ নবী মুহাম্মদ (সাঃ)-মের জন্মভূমি সৌদি আরব হওয়ায় সৌদি আরব দেশের প্রতি মুসলিমদের সম্মানজনক দৃষ্টিভঙ্গি থাকে। দেশটি ইসলামিক আইন বাস্তবায়ন করা আছে। দেশটি ইসলামের পূণ্যভূমি ও ইসলামি রাষ্ট্র হওয়ায় সংসারে সচ্ছলতা আনতে এবং জীবনের নিরাপত্তা পাবে মনে করে গৃহকর্মী হিসেবে নারীরাও সৌদি আরবে  কাজ করতে যায়। কিন্তু তারা  গিয়ে দেখতে পায় বিপরীত চিত্র।
সৌদিয়ানদের এসব ঘৃণ্যকর্ম চরমভাবে ক্ষতি করছে ইসলামের। তাদের এসব ঘৃণ্য কর্মকান্ড ইসলামকে ঘৃণা করার সমর্থন যোগাচ্ছে। ইসলাম বিদ্বেষীরা এসব ঘটনার ভিডিওকে কাজে লাগাচ্ছে ইসলাকে ঘৃণা করার। তারা এসব সুযোগ হাত ছাড়া করতে চায় না।
যে দেশটি ইসলামের  ধারক-বাহক সেদেশের পুরুষেরা যদি তাঁর  বাসার গৃহকর্মীদের সাথে এমন নির্দয় আচরণ করে , তাহলে তাদের প্রতি কেনো মানুষের মনে ঘৃণা জন্মাবে না? এই ভিডিওটিই দেখুন, দুই-জন পুরুষ মিলে কিভাবে একটি অসহায় নারীকে নির্যাতন করছে। আবার ক্যামেরার পেছন থেকে তাদের নারীরাও মিট-মিটিয়ে হাসছে… এরকমটি  কি হওয়া উচিৎ? তাদের দেশে তো ইসলামের আইন প্রতিষ্ঠিত আছে, তাদের গৃহকর্মী যদি কোন অপরাধ করে থাকলে আদালতের মাধ্যমে অপরাধ প্রমাণিত হলে ইসলামের আইন আনুযায়ী শাস্তি হবে। তাদের বাসায় গৃহকর্মীকে কাজ দিয়েছে বলে কি তারা গৃহকর্মী নারীদের মারধর করারও অধিকার পেয়ে গেলো? আল্লাহ এসব অসহায় বোনদের হেফাজত করুক।

আরো একটি ভিডিও দেখুনঃ সৌদি আরবে এক নির্যাতিত নারীর কান্না ” কোন নারী যেন সৌদি না আসে”

আরো খবরঃ মাজারে চলে নারী ও নেশার রমরমা ব্যবসা

The post কাজের মেয়েদের প্রতি এ কেমন নির্যাতন সৌদি পুরুষদের? appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles