প্রশ্নঃ বারো বছরের মেয়েকে বিবাহ করা যাবে?
উত্তরঃ ধর্মীয় ভাবে কোন বাঁধা নেই কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী ১৮ বছরের নিচে কোন নারীকে বিবাহ করা যাবে না। বাংলাদেশ সরকারের পক্ষে থেকে ১৮ বছরের নিচে সকল নারী পুরুষকে অপ্রাপ্তবয়স্ক বা শিশু হিসেবে ঘোষণা করেছে এবং তার দণ্ডাদেশ জারি করা হয়েছে। ১৮ বছরের নিচের বয়সী নারীকে বিবাহ করলে বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং কেউ আইন অমান্য করলে বর-কনের পরিবার সহ এর সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গও শাস্তির আওতায় আসবে। শাস্তি স্বরূপ জেল ও জরিমানা অথবা উভয়টি হতে পারে। তবে বিশেষ কারণে ১৬ বছরের কিশোরী মেয়েদেরকে বিয়ে করার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকার নারী ও শিশুর স্বাস্থ্য রক্ষার্থে এই আইন প্রণয়ন করে।
দ্বিতীয়ত্বঃ ১২ বছরের মেয়ে সে নিজেই কিশোরী(আইন অনুযায়ী শিশু)। তার দেহে যৌবনের আগমনই ঠিক মতো ঘটেনি। তার দেহের অঙ্গ-প্রতঙ্গ ঠিকভাবে গঠন হয়নি। এমন কি তার বাড়ন্ত বয়স পার হয়নি। ডাক্তারদের মতে ১০-২০ বছরের মধ্যে মেয়েদের দেহ বিকশিত হয়। অর্থাৎ একজন নারীর ২০ বছর সময় লাগে তার দেহ বিকশিত হতে। এমনতাবস্থায় যার নিজের দেহেরই পূর্ণরূপে বিকাশ ঘটেনি সে কিভাবে আরেকটি প্রাণকে নিজের উদরে ঠিক-ঠাক ভাবে ধারণ করবে?
তৃতীয়ত্বঃ যার ছেলে খেলার বয়স পার হয়নি তাঁকে নিয়ে আপনি কিভাবে সুখের সংসার রচনা করবেন? ঘর-সংসার চালানোর মতো দায়িত্ব নেওয়ার বয়স তার হয়নি। এই বয়সে সে যৌনতার পর্যাপ্ত জ্ঞানও লাভ করেনি। ভালোবাসা কি তাও হয়তো বুঝতে শেখেনি। আপনি হয়তো বলবেন, ঘরে ঘরে টেলিভিশনের অবাধ বিচরণের যোগে, ইন্টারনেট স্মার্টফোনের এই যোগে ১২ বছরের মেয়ে ভালোবাসা কি, যৌনতা কি বুঝে না? ভাই থামেন, বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা যেমন ফল-ফলাদি পরিপক্ক হবার পূর্বেই যেমন করে গাছ থেকে পেরে রাসায়নিক পদার্থের সাহায্য পাকায়, তেমনি ভাবে টেলিভিশন ও ইন্টারনেট-স্মার্টফোনের যুগ ছেলে-মেয়েদের উপরে উপরে পাকিয়ে দিয়েছে, ভিতরে পাকায় নাই। ভিতর থেকে পাকতে হলে পরিপক্ক হওয়ার বয়স লাগে।
সাধারণ ১৪-১৫ বছর থেকে ছেলে-মেয়েদের দেহে যৌবন পদাপর্ণ করে এবং দেহেও পরিবর্তন শুরু হয়। এবং তার সাথে একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে। এবং প্রশ্রয় দিলে তা গভীর সম্পর্কের দিকে গড়াতে পারে। যার কারনে এই বয়সটিকেই বলা হয় ডেঞ্জার বা বিপদজনক। এই বয়সেই ছেলে-মেয়েরা যৌনতাকে বুঝতে শুরু করে। আবেগের বশবতী হয়ে অঘটন ঘটিয়েও ফেলতে পারে যা অসম্ভবের কিছু নয়। এটি বর্তমান বাংলাদেশ অহরহ ঘটছে। আর এসব দেখেই কুমারী মেয়ে বিয়ে করার জন্য আপনার ১২ বছরের নাবালিকা মেয়েকে বিয়ে করার ইচ্ছে জেগেছে তা আমরা বুঝতে পেরেছি।
কিন্তু ভাই, সকাল আর বিকাল যেমন এক নয়, তেমনিভাবে নাবালিকা ও সাবালিকাও এক নয় এটা আপনাকে বুঝতে হবে।
The post প্রশ্নঃ বারো বছরের মেয়েকে বিবাহ করা যাবে? appeared first on Amar Bangla Post.