সুতো দিয়ে ঠোঁটের উপরের লোম তুলতে যদি আপনার এলার্জি হয় তাহলে আপনি বাড়িতে বসেই এটি করতে পারেন।
কিছু উপকরণ আছে যা আমাদের বাড়িতে সব সময় উপস্থিত থাকে। আপনি সে উপকরণ গুলো দিয়েই প্রাকৃতিকভাবে লোমনাশক টি তৈরি করতে পারেন যা ঠোঁটের উপরে প্রলেপ করে লোম তুলতে পারেন।
আপনার লোম তোলার আগে এবং পরের সুন্দর একটি পার্থক্য বুঝতে পারবেন এবং একটি সুন্দর মৃসন ও উজ্জ্বল ত্বক পাবেন। নিচে কিছু উপকরণ দেওয়া হলো যা বাড়িতে বসেই করা সম্ভব।
যখন আপনি মেকআপ করেও কোনো অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে যান তখন ঠোঁটের উপরের লোম আপনার সমস্ত সৌন্দর্য নষ্ট করে দেয়।

আপনার ঠোঁটের উপরের লোম আপনাকে সব কিছু থেকে আলাদা করে দেয়। এখন আপনি আপনার ঠোঁটের উপরের লোম সরিয়ে দিতে পারবেন কোন নির্দিষ্ট সময়ই ছাড়াই। এখানে আপনি জানতে পারবেন কি করে খুব সহজেই ঠোঁটের উপরের লোম সরিয়ে দেওয়া যায়। এমনকি এটা পার্লারের চিকিৎসার থেকেও বেশি ভালো কাজে দেয়।
এখন জেনে নিন ঠোঁটের উপরের লোম সরানোর উপকরণ গুলোর নাম যা বাড়িতে বসেই তৈরী করতে পারেন।
মেয়েদের মুখের অবাঞ্ছিত লোম দূর করার ৭ টি উপায় সমূহ
০১. পাত লেবু এবং চিনির মিশ্রণঃ একটি বাটি নিন এবং তাতে ৩০ গ্রাম চিনি এবং লেবুর রস দানাশুদ্ধ চিপে দিন। কিছুটা পানি দিয়ে একটা চামচ দিয়ে তা ভালোভাবে নেড়ে এই মিশ্রণটি তৈরী করতে হবে। এবার এই মিশ্রণটি ভালোভাবে আপনার লোম স্থানে লাগান। এবার এই প্যাকটা ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে সেই মিশ্রণের প্রলেপটি ধুয়ে দিতে হবে এবং ধুয়ে দেওয়ার আগে তা ভালো করে ঘষে নিতে হবে। লেবু এবং চিনির রস ধীরে ধীরে আপনার ঠোঁটের উপরের লোম গুলোকে তুলে দিবে।
০২. বেসনঃ বেসন খাবারের উপর একটি আস্তরণ হিসাবে ব্যবহার করা। গবেষণা করে জানা গেছে যে এটা যদি ত্বকের উপর লাগানো হয় তাহলে তা ত্বক উজ্জ্বল করার পক্ষে খুবই উপযোগী যা কোনো কসমেটিক্স থেকেও ভালো। আজকাল লোম তোলার যে ফেসিয়াল প্যাক তৈরী করা হয় তা শুধুমাত্র বেসন আর লেবুর মিশ্রণ দিয়ে সহলভ্য ভাবে তৈরি করা যায়। দু’টির মিশ্রণের পর আপনি দেখতে পাবেন হলুদ রঙের। এই মিশ্রণটি আপনার মুখে লাগানো উচিত এবং তা ১৫ মিনিট পর্যন্ত তা ধরে রাখবেন। এই প্যাকটি ভালোভাবে ঘষে লাগাতে হবে যেখানে আপনার লোম উঠতে শুরু হয়েছে।
০৩. মধুর সাথে লেবুঃ একটি পাত্র নিন এবং তাতে ৪০ মিলিলিটার মধু নিন। এবার তাতে একটা অর্ধেক লেবুর রস মেশান এবং তা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার একটা সুতির কাপড়ের অংশে ভালো করে মাখিয়ে তা সেই লোম জায়গায় মাখিয়ে দিন। এভাবে প্রতি সপ্তাহে আপনাকে দুইবার করতে হবে। এর ফলে ঐ জায়গায় আর লোম দেখা যাবে না।
০৪. হলুদ আপনাকে খুব সুন্দর একটা ফল দিতে পারে যা আপনার অনাবশ্যক ঠোঁটের উপরে লোম উঠতে থাকা তুলতে সাহায্য করবে। প্রথমে ছোট একটা পাত্র নিন এবং তাতে কিছুটা হলুদ মিশিয়ে নিন। এবার তাতে পানি মিশিয়ে নিন এবং এটি এমন ভাবে মেশান যেন সেটি বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয় সেই অনুপাতে যেন সমান থাকে। এটা মুখের সেই স্থানে লাগান যেখানে লোম উঠতে শুরু করেছে। লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন যতক্ষণ না এই প্রলেপটি শুকাচ্ছে। এবার অল্প করে পানি দিয়ে সেটাকে ঘষে ঘষে তুলে ধুয়ে ফেলতে হবে। এটা যদি আপনি পরপর সপ্তাহে ৪ বার করতে পারেন তাহলেও আপনার ঠোঁটের উপরের অনাবশ্যত লোম খুব কমই উঠবে।
০৫. ময়দাঃ আপনার বাড়িতে সব সময় ময়দা নিশ্চয় থাকে যা দিয়ে বাড়িতে সুস্বাদু খাবার তৈরি করেন। আপনি জেনে অবাক হবেন যে এই ময়দা দিয়েও লোম তোলা যায়। এক চামচ ময়দা নিন এবং তাতে এক চিমটা হলুদ এবং দুধ দিন। এবার তা ভালো করে মেশান এবং একটা পাতলা মিশ্রণ তৈরী করেন। এবার তা আপনার ত্বকের উপর প্রলেপ দিন যা সম্পূর্ণভাবে ত্বকে লাগানো যাবে। যখন তা শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে তুলে দিতে হবে। এরপর দেখুন তার ফল কি হয়। আপনি সহজেই সুন্দর একটি ত্বক পাবেন এবং সেটা হবে সম্পূর্ণ লোম ছাড়া।
০৬. ডিমের সাদা অংশঃ আপনি কি জানেন যে ডিমের সাদা অংশ রান্না এবং খাওয়া ছাড়াও অবাঞ্চিত লোম তুলতে সাহায্য করে? ডিম প্রতিটা বাড়িতেই থাকে এবং খুবই সহজে ভালো সাহায্য পাবেন আপনার অবাঞ্চিত লোম তুলতে। আপনি ডিমের সাদা অংশটা কুসুম থেকে আলাদা করে রাখো। এবার ভুট্টার গুঁড়োর সাথে কিছুটা চিনি মিশিয়ে ভালো করে চামচ দিয়ে নাড়ুন। এবার ওটা আপনার ঠোঁটের ওপর লাগিয়ে দিন। এবার তা ৩০ মিনিট ধরে রেখে তুলে দিন।
০৭. আলুর রসঃ আপনি রোজ যে আলু খাচ্ছেন সেই আলু দিয়েই আপনার ঠোঁটের উপরের লোম সরানো যাবে। আপনি একটা আলু পাতলা করে কাটবেন এবং এটা আপনার ঠোঁটের উপরে ঘষবেন যেখান লোম গুলো উঠছে। এটা আপনি বিছানায় সোয়ার আগে করবেন এবং দেখবেন এম মাসের মধ্যে তার ফল পাবেন।
আরো পড়ুন…
১। স্বামীরা কেমন স্ত্রী পছন্দ করে?
২। কালো হাত পা সুন্দর করার ঘরোয়া উপায়
প্রিয় পাঠক-পাঠিকা, মুখের অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া উপায় টি পড়ে আপনার কাছে ভালো লাগলে আপনাদের বন্ধুদেরকে পড়াতে এটি ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে শেয়ার করে তাদের কে সাহায্য করুণ।
The post মেয়েদের মুখের অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া উপায় appeared first on Amar Bangla Post.