Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

২ টি গাধার উপদেশ গল্প (উপদেশ গল্প ২)

$
0
0
গাধার গল্প
এ কেমন গাধা, যে মুলা সামনে না ঝুলিয়ে পেছনে ঝুলায়?

গাধা শব্দ শুনেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমরা যখন কোন কিছু ঠিক-ঠাক ভাবে না করতে পারি তখন লোকেরা আমাদেরকে গাধা ডাকে। লেখা পড়ার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা গাধা নামক শব্দটি সবচেয়ে বেশি শুনে থাকে, কিন্তু গাধা নামক প্রাণীটি আদৌ তাদের আশ-পাশের এলাকায় আছে কি না তাঁর হদিস হয়তো পায়নি। কোন কিছু ঠিকভাবে না পারলে লোকেদের কাছ থেকে গাধার ডাক কেনো শুনতে হয় তা গল্পটি পড়লেই আপনি বুঝতে পারবেন।

দুই টি গাধার উপদেশ গল্প

সিংহের ছালে ঢাকা গাধা-১
একদা এক বনে এক গাধা বাস করতো। হঠাৎ একদিন তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি গজাল। সে কোথা থেকে যেন একটা সিংহের ছাল যোগাড় করে সেটা দিয়ে নিজের সারা শরীর ঢেকে সিংহ সেজে বনের পশুদের ভয় দেখিয়ে বেড়াচ্ছিল। এইরকম করতে করতে একদিন তার সামনে পড়ল এক হিংস্র খেঁকশিয়াল। ছন্মবেশি সিংহ তাকেও অমনি করে ভয় দেখাতে যাচ্ছিল, তখন খেঁকশিয়ালটি একটু আগেই এই ছদ্মবেশীকে গাধার মত ডাকতে শুনেছিল—তাই বলে বসল—আমি তোমায় দেখে ভয় পেতাম দাদা, যদি না একটু আগেই তোমায় গাধার ডাক ডাকতে শুনতাম।

উপদেশঃ মূর্খ মুখ না খোলা পর্যন্ত সাজতে পারে।

সিংহের ছালে ঢাকা গাধা-২
অন্য একটা দূরের বনে আর একটা গাধা ছিল। তার মনেও একদিন দুষ্ট বুদ্ধি গজালো। আর কোত্থেকে একটা সিংহের ছাল জোগাড় করে সেটা গ্যে পরে গাধাটা বনের পশুদের ভয় দেখাচ্ছিল। তাঁকে দেখে মানুষ এবং অন্যান্য জীবজন্তুরাও পড়িমরি করে ছুটে পালাচ্ছিল। কিন্তু এক দমকা বাতাসে তার ছদ্মবেশ খুলে গেল। তখন সবাই তার স্বরূপ জেনে ফেলল। সঙ্গে সঙ্গে তার গায়ে সবাই মিলে মুগুর আর লাঠির ঘা মারতে মারতে শেষ পর্যন্ত গাধাটাকে মেরে ফেলল।

উপদেশঃ চিরকাল কেউ কাউকে ঠকাতে পারে না।

The post ২ টি গাধার উপদেশ গল্প (উপদেশ গল্প ২) appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles