অন্তরঙ্গ মুহূর্তে আলিঙ্গনের সময় জীবন সঙ্গিনীর নাভিতে জিভ দেওয়ার অভ্যাস আছে কি?
মেয়েদের দেহে যৌন উত্তেজনা জাগাতে আবেগ বশতী হয়ে পুরুষেরা মেয়েদের নাভিতে মুখ কিংবা জিভ লাগিয়ে লেহন করে থাকে। এতে নারীর দেহে চরম পুলক ছড়িয়ে গেলেও সম্প্রতি অনুসন্ধানে বের হয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য যা শিহরে উঠার মতো। আর তাই নারীর দেহে কিংবা পুরুষের দেহে শৃঙ্গারের সময় নাভিতে মুখ দেওয়ার আগে অন্তত দশ বার ভাবুন ।
৬৭ রকমের জীবাণু বাস করে নাভীতে
কারণ, বিশেষজ্ঞরা বলছেন ৬৭ রকমের জীবাণুর নিরাপদ নিশ্চিন্ত আস্তানা হল আমাদের নাভীর মধ্যে। মানুষের শরীরের মধ্যে সবচেয়ে নোংরা জায়গা হল নাভি।
শরীর থেকে ঘাম চুঁয়ে জড়ো হয় আপনার নাভিতে। দিনের পর দিন নাভি গর্ভেই সেই ঘাম শুকায়। ঘামের সঙ্গেই মেশে নোংরা-ধুলো। রয়েছে মরা ত্বক। গায়ে লোশন মাখলেও তা জমে এই নাভিতেই।
দ্য বেলি বাটন বায়োডাইভার্সিটি প্রজেক্টে কাজ করতে গিয়ে গবেষকরা এই নাভির মধ্যে ৬৭ রকমের ব্যাক্টিরিয়ার উপস্থিতি টের পেয়েছেন। যা এতদিন আমাদের অজানাই ছিল।
কাম উত্তেজনার বশীভূত হয়ে জিভের সূত্রে এই ব্যাক্টেরিয়া শরীরের অভ্যন্তরে প্রবেশের সুযোগ পেলে কী হবে, আশা করি আপনাদের বুঝতে বাকি নেই।
সূত্রঃ ইন্ডিয়া টাইমস
আরো পড়ুনঃ প্রশ্নঃ কত দিন পর পর নাভির নিচের চুল পরিস্কার করতে হয়?
The post জীবন সঙ্গিনীর নাভিতে মুখ দেওয়ার ক্ষতি! appeared first on Amar Bangla Post.