প্রশ্নঃ নারীরা সপ্তাহে কতবার যৌন মিলন করতে আগ্রহী?
উত্তরঃ মেয়েদের যৌন মিলনের চাহিদা কিরূপ তা জানার আগ্রহ অনেকের মনে লুকায়িত থাকে। মেয়েরা কি শুধু পুরুষদের আহবানে বা স্বামীর মন রক্ষার্থে যৌন মিলনে সাড়া দেয় কিনা কিংবা মেয়েদের স্বীয় মন যৌন মিলনে রত হওয়ার আগ্রহ থাকে কি না এবং আগ্রহ থাকলে সপ্তাহ কতবার মেয়েদের যৌন মিলন করতে ইচ্ছে থাকে সেসব তথ্য জানতে বছরের প্রথম দিকে ফার্টেইলিটি অ্যাপ ৫০০ নারীর উপর একটি সমীক্ষা চালায় এবং এতে দারুণ চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়।
এই সমীক্ষার ফলাফল থেকে জানা যায় শতকরা ৫৩% ভাগ নারী বিদ্যমান অবস্থার চেয়ে বেশিবার যৌন মিলন করতে চান। এর মধ্যে ৭৫% ভাগ নারী সপ্তাহে তিনবারের চাইতেও বেশি এবং ১৩% ভাগ নারী সপ্তাহে ৬ বারের বেশি যৌন মিলন করতে আগ্রহী।
আরো পড়ুনঃ প্রশ্নঃ যৌনতায় নারীরা কোনটি বেশি কামনা করেন, আদর নাকি দীর্ঘক্ষণ সঙ্গম?

এবং তাঁর সাথে এই সমীক্ষা থেকে উঠে এসেছে নারীর পূর্ণতৃপ্তি লাভের তথ্যও। ৩৯% নারী বলেছেন যৌন মিলনের সময় তাদের অন্তত একবার পূর্ণতৃপ্তি লাভ হয়। তাদের মধ্যে ১০% নারীর পূর্ণতৃপ্তি লাভ হয় একাধিকবার।
ভালো যৌন মিলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি এই প্রশ্নের জবাবে ৫৩% ভাগ নারী বলেছেন মানসিক সম্পৃক্ততা এবং ২৩% নারীর বলেছেন উত্তেজনার কথা।
স্বাভাবিক যৌন মিলনের সবচেয়ে বড় বাধা কোনটি এই প্রশ্নের জবাবে ৪০% ভাগ নারী বলেছেন মানসিক চাপের কথা। ১২% নারী বলেছেন শিশুদের, ২০% নারী বলেছেন স্বামী স্ত্রীর বিবাদের, ২০% নারী বলেছে মন-মানসিকতা না থাকার কথা, ২৮% নারীর বলেছেন সঙ্গিনী বাহিরে থাকার কথা এবং ১৫% নারী অন্যান্য কারণ দেখিয়েছেন।
আরো পড়ুনঃ মেয়েদের স্তন সম্পর্কিত কিছু অজানা তথ্য
আরো পড়ুনঃ সপ্তাহে কতবার সহবাস সহবাস করলে স্বাস্থ্যের ক্ষতি হয় না?
The post নারীরা সপ্তাহে কতবার যৌন মিলন করতে আগ্রহী জানেন তো? appeared first on Amar Bangla Post.