Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

স্ট্রেইটনার মেশিন ছাড়াই বাঁকা চুল সোজা করার উপায়!

$
0
0

বাঁকা চুলচুল নারীর জন্য হচ্ছে প্রকৃতির এক অনন্য উপহার । আর তাই এই চুল নিয়ে নারীর ভাবনার অন্ত নেই।বাঁকা চুল নারীদের জন্য একটি কমন সমস্যা। বাঁকা  চুল সোজা বা স্ট্রেইট করতে স্ট্রেইটনার মেশিন ব্যবহার করা বর্তমানের  ফ্যাশনের অংশ।  যদি কোন স্ট্রেইটনার মেশিন বা রিবন্ডিং করা ছাড়াই যদি পাওয়া যেত সোজা, ঝলমলে চুল  তাহলে নারীর জন্য কত ভালোই না হয়।

বিদেশি একটি ওয়েব সাইটের সাহায্যে  জেনে নিন ঘরে বসে চুল সোজা করার ছয়টি প্রাকৃতিক উপায়:

ভেজা চুল আঁচড়াতে থাকুন শুকানো পর্যন্ত: গোসল করার পর আপনার ভেজা চুলগুলোকে শুকানো পর্যন্ত আঁচড়াতে থাকুন। চুল অল্প করে ভাগ করে নিন আর পাঁচ মিনিট পর পর চুল আঁচড়াতে থাকুন। টেবিল ফ্যানের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ালে বেশি ভালো হয় কেননা কাজটা তখন একটু কম সময়ে শেষ হয়।

চুল শক্ত করে আটকান: ভেজা চুলগুলোকে আঁচড়ানোর পর মাথার মাঝ বরাবর সিঁথি করে নিন। বাম পাশের চুলগুলো আঁচড়ে মাথার পেছন দিকে নিন। এবার চুলগুলোকে ডানদিকে আঁচড়ে এনে শক্ত করে ববি পিন দিয়ে আটকে ফেলুন।

একই নিয়মে ডানপাশের চুলগুলোকে বাম পাশে নিয়ে শক্ত করে আটকে ফেলুন।

চুল পেঁচিয়ে নিন: ভেজা চুল রোলার দিয়ে পেঁচিয়ে নিন এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এই কাজটা করা এ জন্যই বেশি গুরুত্বপূর্ণ কেননা আপনার চুল যদি খুব বেশি কোকড়ানো হয়, তাহলে শুকানোর পর আবার কুকড়ে যাবে।

ঘুমানোর আগে চুল ঝুঁটি করে নিন: ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে যেমন দুই ঝুঁটি করতেন, ঠিক তেমনি মাঝে সিঁথি করে দুই ঝুঁটি করুন। (খেয়াল রাখবেন ঝুঁটি যেনখুব বেশি আটসাট না হয়)।

এবার ঝুঁটিতে দুই ইঞ্চি পর পর চিকন ইলাস্টিক ব্যান্ড গুলো বেঁধে নিন। ব্যাস এভাবেই ঘুমিয়ে পড়ুন। সকালে ব্যান্ডগুলো খুলে চুল আঁচড়ে নিন ভালো করে।

পেঁচিয়ে খোপা করুন: ভেজা চুলগুলোকে দড়ি পাকানোর মত টুইস্ট বা পেঁচিয়ে নিন। এবার ঢিলা করে একটা খোপা করে ফেলুন। চুল শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন চুল আগের তুলনায় অনেকখানি সোজা হয়ে গিয়েছে।

ঘরে বসে নিজেই বানিয়ে ফেলুন চুল সোজা করার দারুণ প্যাক:

প্যাক ১:  এক কাপ দুধ বা নারকেলের দুধে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। ভালো করে মাথার ত্বকে এবং চুলে এই প্যাকটি লাগিয়ে নিন। এক ঘন্টা অপেক্ষা করে চুল ধুয়ে ফেলুন।

প্যাক ২: দুই কাপ দুধে একটি ডিম ফেটিয়ে নিন ভালো করে। চুলে ভালো করে লাগিয়ে নিন। ১০ মিনিট ভালো করে ঘষে, ৩০ মিনিট প্লাস্টিকের ক্যাপ পরে থাকুন। এরপর চুল ধুয়ে শুকিয়ে নিন।

স্পেশাল প্যাক: এক কাপ নারকেল এর দুধ, ৫/৬ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ অলিভ অয়েল, ভুট্টা বা ময়দার কর্নস্ট্রার্চ ৩ টেবিল চামচ মিশিয়ে নিন। এবার অল্প আঁচে দ্রবটিকে ঘন করে নিন। ঠান্ডা করুন এবং এই প্যাক চুলে দিন।

এটা পরীক্ষিত যে প্রতি সপ্তাহে ২ দিন করে দুই মাস এই প্যাকটি ব্যবহারে আপনার চুল হবে সোজা।

পেয়ে গেলেন তো স্ট্রেইটনার মেশিন ছাড়া চুল স্ট্রেইট করার উপায় গুলো? তাহলে এখন আর চুল স্ট্রেইট বা রিবন্ডিং করে চুলে ক্ষতি না করে প্রাকৃতিক নিয়ম গুলো অনুসরণ করুন, আর ঘরে বসেই পেয়ে যান স্টেইট চুল।

তথ্যসূত্র: ওয়েব সাইট।

The post স্ট্রেইটনার মেশিন ছাড়াই বাঁকা চুল সোজা করার উপায়! appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles