প্রশ্নঃ পশ্চিম দিকে হয়ে সহবাস করা যাবে কি? নাকি গুনাহ হবে?
উত্তরঃ পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো কিংবা সহবাস করার সম্পর্কে একটু ভিন্নতা আছে। বিষয় টি মূলত পশ্চিম দিকে নয়। এটির সঠিকতা হবে কেবলা দিকে পা দিয়ে ঘুমানো কিংবা সহবাস করা যাবে কি না। মুসলিম ধর্মালম্বীদের কেবলার দিকে পা রেখে ঘুমানো কিংবা সহবাস করা যাবে না। এটি কেবলার সাথে বেয়াদপী ও গুনাহের কাজ।
ভোগলিক ভাবে বাংলাদেশের মুসলিমদের কেবলা পরেছে পশ্চিম দিকে। তবে বাংলাদেশের সব স্থানের দিক এক নয়। কোন কোন স্থানে খানিকটা ভিন্নতা আছে। আঞ্চলিক ভাবে যেদিকে কেবলা পরে সেদিকে পা দিয়ে ঘুমানো বা বসা যাবে না। এখন বাংলাদেশের আঞ্চলিক ভাবে কেবলা পশ্চিম দিকেই পরেছে। তাই কেউ পশ্চিম দিকে পা মেলে শুতে পারবে না এমনকি কেবলাকে সামনে রেখে প্রস্রাব-পায়খানাও করতে পারবে না।
তাই কারোর বাসার অভ্যন্তরীয় সমস্যার কারণে যদি উত্তর-দক্ষিণ পরিবর্তে পূর্বে পশ্চিম হয়ে ঘুমাতে হয়, তাহলে এ অবস্থায় সহবাস করতে পারবে। পশ্চিম দিকে মাথা এবং পূর্বে দিকে পা রেখে ঘুমাতে পারলে স্বামী স্ত্রী এমতাবস্তায় সহবাসেও লিপ্ত হতে পারবে কোন সমস্যা নেই এবং এতে গুনাহও হবে না বা এতে আমি গুনাহের কারণ দেখি না।
তাই সহবাস করার খেয়াল করবেন আপনার কেবলা কোন দিকে পড়েছে।
স্বামী স্ত্রীর সহবাসের জ্ঞান অর্জন করুণ।
প্রিয় পাঠক-পাঠিকা, সহবাস বিষয়ে আমাদের আরো অনেক তথ্য জ্ঞান সমৃদ্ধ ইসলাম ও বিজ্ঞান ভিত্তিক আর্টিকেল আছে এবং সেখানে সহবাসের যাবতীয় নিয়ম নীতি উল্লেখ্য আছে।
সহবাস সম্পর্কে আপনাত পূর্ণ জ্ঞান লাভ করতে সেখান থেকে আপনার প্রয়োজনীয় আর্টিকেল গুলো পড়ে নিতে পারেন।
দেখুন >> সঙ্গম বা সহবাস | সহবাসের সঠিক জ্ঞান অর্জন করুণ
প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দাম্পত্য জীবন হোক আনন্দময়।
আরও পড়ুন ঃ মেডিক্যাল সেক্স গাইড। (বাংলা যৌন জ্ঞানের বই)
বিজ্ঞানের আলোকে আপনার সেক্স জ্ঞান অর্জন করুণ। বইটি লিখেছেন যৌন বিজ্ঞানী হ্যাভলক এলিস। বইটি পড়লে আপনি কুসংস্কার মুক্ত যৌন জ্ঞান লাভ করতে পারবেন। এবং বইটি বিনামূল্যেই পড়তে পারবেন আমার বাংলা পোস্ট.কম এ।
প্রিয় পাঠক-পাঠিকা, আমাদের প্রশ্নের উত্তর পড়ে আপনার কাছে ভালো লাগলে এটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে পড়াতে সাহায্য করুণ।
The post প্রশ্নঃ পশ্চিম দিকে হয়ে সহবাস করা যাবে কি? নাকি গুনাহ হবে? appeared first on Amar Bangla Post.