Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

পরকীয়া হতে স্বামীকে দূরে রাখার কয়েকটি উপায় ও পরামর্শ

$
0
0

পরকীয়া হতে“প্রিয় মানুষটি যদি অন্য কারো হয়ে যায়! নারীরা এই ভয়টা বেশী পান কারণ পুরুষেরা সহজেই পরকীয়ার ফাঁদে পা দিয়ে ফেলেন। মেয়েদের মত পুরুষেরা খুব বেশী হিসাব-নিকাশ করে সম্পর্কে জড়ান না, ফলে প্রায়ই করে ফেলেন ভুল।
আবার অনেক পুরুষের স্বভাবজাত বিষয় হচ্ছে একাধিক প্রেম করা।

তাই জেনে নিন আপনার জীবন সঙ্গীকে পরকীয়া হতে দূরে রাখার কিছু উপায় ও পরামর্শ।”

নিজেকে ধরে রাখুন : বেশিভাগ মেয়েই বিয়ের পর একদম আগাগোড়া বদলে যান, আর সন্তান হবার পর তো সেই পরিবর্তন আরও ভয়াবহ। একেবারেই যেন অন্য মানুষ হয়ে ওঠেন। একটা জিনিস মনে রাখবেন, প্রিয় পুরুষটি কিন্তু বিয়ের আগের আপনাকে দেখেই ভালোবেসেছেন। তাই বিয়ের পর নিজেকে ধরে রাখুন। এতটাও বদলে যাবেন না যে স্বামীর কাছে আপনাকে অচেনা মনে হয়।

সন্দেহ দূর করুণ : বিনা কারণে অমূলক সন্দেহ করা বন্ধ করুন বা সন্দেহ করে কথা শোনানো বন্ধ করে দিন। এই অমূলক সন্দেহ করার প্রবণতা স্বামীর মনে আপনার প্রতি অনীহা ও অন্য নারীর প্রতি আগ্রহ জন্মায়।

স্বামীকে শাসন করা : স্বামীকে শাসন করার চেষ্টা করবেন না। সর্বদা এটা করো সেটা করো বলতে থাকবেন না। তিনি আপনার জীবনসঙ্গী, বাড়ির কাজের লোক নন। অতিরিক্ত শাসন করলে মানুষটা নিশ্চিত অন্য নারীর দিকে ঝুঁকবেন।

ভালোবাসা : স্বামীকে ঘিরে রাখুন ভালোবাসায়। প্রেমিকার মত ভালবাসুন, মিষ্টি রোমান্টিকতায় ভরে রাখুন তাঁর মন যেন আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের বন্ধ অটুট থাকে।
নিজের সংসারকে করে তুলুন এক টুকরো শান্তির নীড়, যেন দিন শেষে এখানে ফিরে আপনারা মনের মাঝে খুঁজে পান অনাবিল প্রশান্তি। সংসারে সুখ আছে যেসব পুরুষের, তাঁরা বাইরের দিকে আকৃষ্ট হয় না।

অপরের কথা বিশ্বাস : একটা কথা মনে রাখবেন, দাম্পত্যের ক্ষেত্রে তৃতীয় কোন ব্যক্তিকে চোখ বুজে বিশ্বাস করবেন না। যতই হোক ঘনিষ্ঠ বান্ধবী বা প্রিয় কাজিন, কারো কথাই চোখ বুঝে বিশ্বাস করবেন না ও কাউকে নিজেদের দাম্পত্যে কথা বলার সুযোগ দেবেন না।

শ্বশুর বাড়ী : নিজের শ্বশুরবাড়ির সবাইকে ভালবাসুন, সকলের সাথে ভালো ব্যবহার করুন। চেষ্টা করুন মানিয়ে নিতে। আপনি তাঁর পরিবারকে ভালো না বাসলে এটা খুবই স্বাভাবিক যে স্বামী আপনার প্রতি ভালোবাসা হারিয়ে ফেলবেন।

অক্ষম কাজ : কখনো এমন কিছু বলবেন না যাতে স্বামীকে অক্ষম বলা হয়। তাঁর বেতন, চাকরি বা অন্য কিছু নিয়ে খোটা দেবেন না। বা এমন বলবেন না যে “আমি ছাড়া তোমাকে আর কে বিয়ে করবে”। এইসব কথায় পুরুষেরা রেগে গিয়ে স্ত্রীকে “উচিত শিক্ষা” দেয়ার জন্য পরকীয়া করে বসেন।

আরও পড়ুন…

স্বামীকে খুশি রাখার উপায় ও কলা-কৌশল

পরকীয়া বা পরনারী আসক্তি থেকে স্বামীকে দূরে রাখতে আপনার স্বামীকে খুশী রাখার চেষ্টা করুণ। জেনে নিন কিভাবে স্বামীকে সর্বদা হাঁসি-খুশী রাখবেন। স্বামীকে খুশী ও আনন্দিত রাখার উপায় ও কলা-কৌশল জানতে পড়ুন >> স্বামীকে খুশী রাখার উপায় সমূহ

লেখাটি পড়ে আপনার কাছে ভালো লেগে থাকলে আপনার বান্ধবীদেরকে পড়াতে এটি ফেসবুক, টুইটার, হোয়াটআপ-ইমোতে শেয়ার করুন।

The post পরকীয়া হতে স্বামীকে দূরে রাখার কয়েকটি উপায় ও পরামর্শ appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles