কম্পিউটার থেকে স্কীনসর্ট নিতে আমরা বিভিন্ন ধরণের সফটওয়্যার ও ব্রাউজারে এডঅনস ব্যবহার করি। কিন্তু আপনি কম্পিউটারের নিজস্ব সিস্টেম বা পদ্ধতিতেই খুব সহজেই স্কীনসর্ট নিতে পারবন তাও আবার কোন সফটওয়্যার ছাড়াই। এটি আমি আগেও জানতাম না। যার কারনে এর আমিও সফটওয়্যার ও এডঅনসের সাহায্য নিয়ে কাজ করতাম। তাই আসুন জেনে নেয় কিভাবে সফটওয়্যার ছাড়াই স্কীনসর্ট নিবো।
সফটওয়্যার ছাড়া স্কীনসর্ট নেওয়ার নিয়ম
স্কীনসর্ট নিতে আপনি প্রথমে কি-বোর্ডের কন্ট্রোল (Ctrl) বাটন চেপে ধরে Prt Scr প্রেস করুন। তাহলে পূর্ণ স্কীনের ছবি ক্লিপ বোর্ডে জমা হয়ে যাবে। (যেরকম ভাবে আমরা গান-ছবি-ভিডিও কপি করে ক্লিপবোর্ডে জমা রাখি এবং নির্দিষ্ট স্থানে জমা রাখি)। এরপর Paint টুলসটি খুলুন। তার Ctrl বাটন চেপে ধরে V প্রেস করুন। তাহলে দেখবেন আপনার নেওয়া স্কীনসর্টটি দেখাচ্ছে। এখন এটি সেভ করতে আবার কি-বোর্ডের Ctrl বাটন চেপে S প্রেস করুন। এরপর স্কীনসর্টের নাম দিয়ে এটিকে সেভ করে নিন।
এটি উইন্ডোজের কোথায় আছে আগে থেকে আপনার জানা না থাকলে স্টার্ট মেনুতে ক্লিক করে অল অ্যাপ বা প্রোগ্রাম এ ক্লিক করুন তারপর Windows Accessoris ফোল্ডারে এ টুলসটি পেয়ে যাবেন।
এছাড়াও আপনি আরো একটি টুলসের মাধ্যমে কম্পিউটার থেকে স্কীনসর্ট নিতে পারবেন। সেই টুলসটির নাম হচ্ছে snipping Tool। এই টুলসটি ইউন্ডোজ এক্স-পি বাদে সব উইন্ডোজ ৭ ও ১০ ভার্সন গুলো পাবেন। এই টুলসটিও আপনি Windows Accessoris ফোল্ডারে পাবেন।
আমি কিভাবে স্কিনসর্ট নিয়েছি ও সেভ করেছি নিচের দুইটি ছবিতে দেখুন…
সেভ করতে File এ ক্লিক করুণ, এরপর Save as ক্লিক করুণ এবং আপনার পছন্দের ফরম্যাট বেঁছে নিন।
আরও পড়ুন ঃ কম্পিউটারের বাংলা টাইপ বা লিখার সফটওয়্যার
The post সফটওয়্যার ছাড়াই কম্পিউটারের স্কীনসর্ট নিন। appeared first on Amar Bangla Post.