সহবাস সর্বাবস্থায় নারীদের যৌনাঙ্গেই হওয়া উচিৎ। কারণ, স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত্র স্বরূপ। আর বীর্য হল বীজ এবং সন্তান হল ফসল। মানুষের জন্য যেমন নিজের ফসলের জমিতে যেভাবে ইচ্ছা যাওয়ার অনুমতি আছে, তদ্রূপ যে কোন পন্থায় আপন স্ত্রীর কাছে গমনও বৈধ। অর্থাৎ, কামশাস্ত্রে বর্ণিত বিভিন্ন আসনে স্ত্রীসম্ভোগ করার অনুমতি আছে। তবে সর্ববস্থায়ই গমন করতে হবে ক্ষেত্রে হিসেবে নির্দিষ্ট স্ত্রীর যোনি পথে।
কারণ, পায়ুপথ একান্তই মল নিঃসারণের জন্য নির্ধারিত। ক্ষেত্রের সাথে এর কোনই সামঞ্জস্যতা নাই। স্ত্রীর পায়ুপথে সহবাস করা ইসলামে হারাম।
অনেকেই উত্তেজনাবশতঃ হায়েয অবস্থায় এ পথে অগ্রসর হয় তাদের জেনে রাখা উচিৎ, এটিও অত্যন্ত গুনাহের কাজ।
এরপর পড়ুন >> স্ত্রী সহবাসের দ্বারা নেকি লাভ হয়
আপনি পড়ছেন : পরিপূর্ণ স্বামী স্ত্রীর কর্তব্য ও মধুর মিলন (ইসলামিক যৌনজ্ঞানের বই)
সহবাস কিভাবে শুরু করবেন?
সংযোজন ঃ সৈয়দ রুবেল। (সম্পাদকঃ আমার বাংলা পোস্ট)
লেখাটি পড়ার জন্য আমার বাংলা পোস্ট.কম ব্লগ পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
আমাদের লেখিত ও প্রকাশিত আর্টিকেল, বই ও লাইফস্টাইল টিপস গুলো পড়ে আপনার কাছে ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানান। আমাদের প্রকাশিত আর্টিকেল-বই ও টিপস সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন।
The post সহবাসের নিয়ম appeared first on Amar Bangla Post.