Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

বাসর রাতের দোয়া ও মজার করার উপায়

$
0
0

বাসর রাতের দোয়াপ্রশ্নঃ আমি কয়েক দিন পর বিবাহ করে যাচ্ছি। শুনেছি বাসর রাতে দোয়া পড়তে হয়।

আমি জানতে চাচ্ছি বাসর রাতে কি দোয়া পড়তে তা বাংলাতে লিখে দিলে ভালো হয়। আমি আরবী পড়তে পারিনা।

উত্তরঃ আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার সুখবর শুনে আনন্দিত হলাম এবং আপনার নব জীবনের প্রতি রইল লাল গোলাপের শুভেচ্ছা। মহান আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন এবং দুনিয়া ও আখেরাতে কামিয়াবি দান করুন।

বাসর রাতের দোয়া টি হচ্ছে…..

উচ্চারণঃ- আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিকা অখাইরি মা জাবালতাহা আলাইহি, অআউযু বিকা মিন শার্রিহা অশার্রি মা জাবালতাহা আলাইহ।

এই দোয়াটি স্ত্রীর চুলে ধরে পড়তে হয়।

বাসর রাতে আপনাকে সাহায্য করতে পারে এমন আরো কিছু পোস্ট ও বই পড়তে পারেন…..

০১. বাসর রাতে করনীয় ও বর্জনীয় কাজ।

বাসর রাতে স্বামী স্ত্রীর করনীয় ও বর্জনীয় সম্পর্কে জানতে ০১ নং লেখাটি পড়ে নিন। লেখাটি পড়লে বাসর রাতের গুরুত্বপূর্ণ বিষয় গুলো জানতে ও শিখতে পারবেন।

০২. ছেলেদের বাসর রাতের প্রস্তুতি

বাসর রাতে ছেলেদের প্রস্তুতি বা বাসর রাত কে উপভোগ করতে ছেলেদের কি কি প্রস্তুতি থাকার দরকার তা জানতে ০২ নং লেখাটি পড়ুন।

০৩. বাসর রাতের আদর্শ (বাসর রাতের ইসলামী বই)।

স্বামী স্ত্রীর বাসর রাত সম্পর্কে এমনটি ইসলামিক বই যা একজন মুসলিম হিসেবে এবং বাসর রাতের ইসলামিক গাইড লাইন পেতে আপনাকে এই বইটি পড়াই উচিত। ইসলামিক সেক্স লাইফ উপভোগ করতে ও বিশুদ্ধ ইসলামিক যৌন জ্ঞান লাভ করতে বাসর রাতের আদর্শ বইটি আপনাকে সাহায্য করবে।

০৪. প্রথম সহবাসে রক্তপাত।

প্রথম মিলন বা স্ত্রীর সাথে প্রথম সহবাসের গাইড লাইন পেতে এবং রক্তপাত হলে করণীয় জানতে ০৪ নং লেখাটি পড়ে নিন।

০৫. বাসর রাতে কি সহবাস করা যাবে?

বাসর রাতে সহবাস করা যাবে কিনা এবং বাসর রাতে সহবাস করা গেলেও কি কি কারণ সহবাস করা যাবে না যেসব বিষয়াদি জানতে ০৫ নং লেখাটি পড়ে নিন।

০৬ বাসর রাতের শিক্ষা

বাসর রাতে স্বামী স্ত্রীর প্রথম একান্তীয় সাক্ষাৎ কিরূপ হওয়া উচিত, বাসর রাতে স্ত্রীর সাথে কিরূপ আচরণ করবেন যেসব বিষয়াদি জানতে ০৬ নং লেখাটি পড়ে নিন।

প্রিয় পাঠক, বাসর রাত সম্পর্কে দেওয়া আমাদের পরামর্শ গুলো আপনার বাসর রাতকে উপভোগ্য ও মজার করে তুলবে বলেই আমরা বিশ্বাস করি।

আনন্দময় দাম্পত্য জীবন লাভের বই

প্রিয় পাঠক-পাঠিকা, আনন্দময় দাম্পত্য জীবন লাভ করতে দাম্পত্য জীবন সম্পর্কে জানার খুবই প্রয়োজন। আপনাদের দাম্পত্য জীবনকে মজার ও উপভোগ্য করে তুলতে এবং দাম্পত্য বিষয়ক জ্ঞান লাভ করতে “আমার বাংলা পোস্ট.কম” ব্লগে প্রকাশিত স্বামী স্ত্রীর বিষয়ক ও যৌন জ্ঞান লাভের বই গুলো আপনাদেরকে সাহায্য করবে। বই গুলো পড়তে চাইলে নিচের অপশন থেকে আপনার পছন্দের বই গুলো বেছে নিন।

বাংলা সেক্স বই   স্বামী স্ত্রীর দাম্পত্য বই

উত্তর লিখেছেনঃ সৈয়দ রুবেল। (প্রতিষ্ঠাতা ও সম্পাদকঃ আমার বাংলা পোস্ট.কম)

The post বাসর রাতের দোয়া ও মজার করার উপায় appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles