ছেলে মেয়েদের প্রেম ভালোবাসা যদি সত্যি সত্যি মন থেকে সৃষ্টি হতো তবে দেশের প্রতিবন্ধী, কালা, কানা, বোবা আর কুৎসিত চেহারার মানুষগুলোর কপালে সবার আগে প্রেম ভালোবাসা আসার কথা।
কিন্তু না…. প্রতিবন্ধী, কালা, কানা, বোবা আর কুৎসিত চেহারার মানুষগুলো কখনো প্রেমিক, প্রেমিকা হতে পারেনা।
যারা বলে প্রেম ভালোবাসা একটা সুন্দর মন দেখে হয়, তাদের সাথে আমি সর্বদা দ্বিমত পোষন করি। মন সে তো দেখার বিষয় না।
প্রেম ভালোবাসা চোখের পছন্দ থেকেই হয়। কেউ পছন্দ করে আকর্ষনীয় শরীর আবার কেউ পছন্দ করে সুন্দর চেহারা। আর তাই কখনো সিনেমাতেও কালো চেহারার নায়িকা দেখা যাই না। আর থাকলেও তাকে মেকাপ দিয়ে ফর্সা করে তোলা হয়।
আচ্ছা কোন ফর্সা মেয়েকে কালো মেকাপে সাজানো হয়না কেনো?? কালো মেয়েদের মন কি সুন্দর হয় না???? এই সমাজের মানুষের মতলবটা কি…
অনেকে আছে, স্কুল কলেজের সামনে দাড়িয়ে থাকে প্রেম করার জন্য। অনেক ছেলে আছে যারা কোন মেয়ের পিছে হাটতে থাকলে.. দেখা যাবে মেয়েটির শরীরের কাটিং যাকে আপনারা বলেন ফিগার দেখেই প্রেমে যাই । কিন্তু শরীরের সাথে মনের কি সম্পর্ক?? আবার এমন ছেলে আছে সুন্দর মেয়ে দেখলেও প্রেমে পড়ে যাই। তো আমি তো কোথাও মন খুজে পাই না???
আবার মেয়েরাও এমন যে সুন্দর ছেলে, ফিগার ভালো কিংবা টাকা পযসাওয়ালা ছেলে দেখলে প্রেমে পড়ে যাই। তো মনটা কোথাই…. মন দেখে কি কেউ প্রেমে পড়তে পারে??
পারে না…….
তাহলে কি মনকে পুজি করে আমাদের সমাজে প্রেম প্রেম খেলা চলছে?? হুমম সেটাই!! যেদিন কোন কালো মেয়ে নায়িকা হবে, যেদিন কোন ফর্সা মেয়ে কালো মেকআপ করবে, যেদিন কোন প্রতিবন্ধী ও কুৎসিত চেহারার কোন মানুষের সাথে কেউ প্রেম করবে… সেদিন বোঝা যাবে যে আসলে প্রেম জিনিসটা মন থেকেই সৃষ্টি।
লিখেছেনঃ সোনাল
The post প্রেম ভালোবাসা কি মন থেকেই সৃষ্টি হয়! appeared first on Amar Bangla Post.