পরকিয়া একটি অসামাজিক ব্যধি। এর ফলে পারিবারিক জীবনে অশান্তি নেমে আসে।
ঘরে স্ত্রীর থাকা সত্ত্বেও যদি স্বামী পরকিয়া প্রেমে লিপ্ত পড়ে তাহলে স্ত্রীর জন্য এরচেয়ে বড় কোন দুঃখজনক ঘটনা হতে পারে না।
স্ত্রীর উচিত স্বামী যাতে পরকিয়া লিপ্ত না হয়ে পড়ে সেদিকে লক্ষ রাখা এবং প্রতিনিয়ত চেষ্টা করা। এখন জেনে নিন পুরুষেরা পরকিয়ায় লিপ্ত হবার কারণ গুলো কি কিঃ-
০১. স্বামী চাওয়ার প্রতি কোন গুরুত্ব না দেওয়া।
০২. স্বামীর কাজে সাহায্য না করা।
০৩. স্বামীর সাথে ভালো আচরণ না করা।
০৪. স্বামীকে অবহেলা করা।
০৫. অপরিস্কার, অপরিছন্ন থাকা সহ আরো অন্যান্য কারণে আপনি আপনার স্বামী অনাগ্রের শিকার হতে পারেন এবং আপনার স্বামী পরনারী আসক্ত হয়ে পরকিয়ার প্রেমে মজতে পারেন।
এর থেকে আপনার স্বামীকে বাঁচাতে ও আপনার সংসারের সুখ শান্তি বজায় রাখতে নিচের পরামর্শ গুলো ব্যক্তি জীবনে ট্রাই করতে পারেন। বিষয় গুলো আপনার উপকারে আসলে আমার শ্রম সার্থক হবে।
০২. খাবার ও পরিবেশনাঃ স্বামীর পছন্দের খাবার রান্না করে খাওয়াতে চেষ্টা করুন। আপনার স্বামী কি ধরণের খাবার খেতে বেশি পছন্দ করেন সেসব খাবারের নাম কৌশলে জেনে নিন। প্রতিদিনকার মতো একই খাবার তৈরি না করে বরং খাবারের মেন্যুতে ভিন্নতা আনার চেষ্টা করুণ। প্রতিদিন না পারেন অত্যন্ত সপ্তাহে দুই একবার চেষ্টা করুণ। স্বামীর সামনে খাবার পরিবেশনের সময় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখুন। তাঁর সামনে যেন অপরিস্কার খাবারের পাত্র সমূহ না যায়।
০৩. ভালো ব্যবহারঃ স্বামীর সাথে সব সময় ভালো ব্যবহার করুণ। মিষ্টি ভাষায় কথা বলুন। কৌতুক কিংবা মজাদার কথার দ্বারা স্বামীকে আনন্দ দিতে চেষ্টা করুণ। তাঁকে খুশি করে এমন কথা বলুন। তাঁর সাথে কটু ভাষায় কথা বলা পরিহার করুণ। কাজে থেকে কিংবা দূরের কোথাও সফর থেকে ঘরে কিংবা বাসায় ফিরলে তাঁকে হাসিমুখে স্বাগতম জানান। যাতে তিনি বুঝতে পারেন তিনি ফিরে আসাতে আপনি খুশি হয়েছেন।
০৪. পরিষ্কার পরিছন্ন থাকুনঃ স্বামীর সামনে পরিষ্কার পরিছন্ন থাকার চেষ্টা করুণ। কাপড়ে ও গায়ে ময়লা লেগে থাকাবস্থায় স্বামীর সামনে না যেয়ে বরং পরিষ্কার পরিছন্ন হয়ে স্বামীর সামনে নিজেকে পেশ করুণ। ঘুমানোর পূর্বে এটি করা খুবই জরুরী। কেননা, ময়লা কাপড় ও গায়ে ঘামের দুর্গন্ধ স্বামীর মনে অনাগ্রের সৃষ্টি করতে পারে। এর কটু গন্ধের কারণে তিনি আপনার কাছে ঘেঁষতে অসুবিধা বোধ করতে পারে।
০৫. সাজ-সজ্জাঃ স্বামীর সামনে নিজেকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে চেষ্টা করুণ। তাঁর সামনে সেজে গুজে হাজির হোন। যাতে তিনি আপনাক রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হতে পারে। আমাদের দেশের নারীরা উল্টো কাজটি করে থাকে। বাড়িতে কিংবা বাসায় কেউ এলে অথবা কোথায় গেলে তাঁরা এমন ভাবে সাজ্জ-সজ্জা করে বোধ হয় ম্যাকআপ বক্সের রং ও ময়দা সব খালি করে দিয়েছে। কিন্তু স্বামীর বেলায় অনেকে এর ২ আনাও করে না। ফলাফল স্বামীরা ঐ নারীকে দেখে আফসোস করে মনে মনে বলে আমি কেনো আগে এমন রূপসীকে বিয়ে করলাম না।
০৭. কাজের ফাঁকে জড়িয়ে ধরাঃ কাজের ফাঁকে কিংবা রুমে ভিতরে দু’জন নির্জনে অবস্থান করার ফাঁকে স্বামীকে পিছন থেকে কিংবা সামনে থেকে জড়িয়ে ধরুন এবং তাঁর সাথে উষ্ণ চুম্বন করুণ। এটিকে পুরুষদেরকে দারুণ পুলকিত করে ও মনে আনন্দের জোয়ার তুলে। প্রত্যেক পুরুষের মনে চাহিদা থাকে যে তাঁর স্ত্রীকে তাঁকে ফাঁকে ফাঁকে জড়িয়ে ধরুক এবং মাঝে মাঝে চুম্বন করুক।
০৮. উপহারঃ স্বামীর দেওয়া উপহার আনন্দে চিত্তে গ্রহণ করুণ। সেটি যতই ক্ষুদ্র হোক না কেন। পাশা-পাশি মাঝে মধ্যে আপনিও তাঁকে উপহার প্রদান করে আনন্দ দিতে পারেন। এগুলো স্বামী স্ত্রীর মনে প্রণোদনা সৃষ্টি করে।
০৯. স্বামীর কাজে সাহায্যঃ আপনার স্বামীর কাজে সাহায্য করুণ। তাঁর অফিসের কাপড়-চোপড় এগিয়ে দিন। তাঁর এটা সেটা এগিয়ে দিন। ময়লা কাপড় গুলো ধুয়ে পরিষ্কার করে রাখুন প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসা করুণ কোন কোন কাপড় গুলো ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে।
১০. খোঁজ খবরঃ স্বামীর কাজের খোঁজ খবর নিন। তিনি কোথায় সফর যাচ্ছে সেখানে ঠিক-ঠাক মতো পৌঁছেছেন কি না, যেকাজের উদ্দেশ্য বের হয়ে হয়েছেন সে কাজ সফল হয়েছে কিনা, অফিসে সকালের নাস্তা, দুপুরের কিংবা রাতের খাবার ঠিকঠাক মতো খেয়েছেন কিনা ফোন করে খোঁজ খবর নিন।
আরও পড়ুন >> স্বামীকে খুশি রাখার উপায়
উপরক্ত কাজ গুলো ঠিক-ঠাক মতো করতে পারলে ইনশা-আল্লাহ, পরনারী যতই ময়দা সুন্দরী অধিকারী হোক না তিনি আপনার স্বামীকে নিজের আয়ত্বে নিতে পারবে না। আপনার ১০ টি কাজের কারনে আপনার স্বামী আপনার প্রতি এমনেতেই নেশায় বোধ হয়ে থাকবে যদি না তার স্বভাবের দোষ না থাকে। কিছু পুরুষ আছে যাদের কাছে নারী তরকারীর মতো। তাই তাদের এক তরকারিতে মন ভরে না। তাই আরো স্বাদের তরকারী খেতে তারা বনে ঘুরে বেড়ায়। অনেকে নারীকে দেখা যায় তারা স্বামীকে তাবিজের দ্বারা নিজের বশে রাখতে চান। আপনি স্বামীকে নিজের ভালোবাসার মায়াজালে বন্দি করে না রাখতে পারেন তাহলে তাবিজে কিছুই করতে পারবে না। ভালোবাসার তাবিজ সবচেয়ে বড় তাবিজ। নিজেকে আদর্শ নারী হিসেবে সমাজে ও পরিবারে প্রতিষ্ঠা করুণ। স্বামীর কাছে নিজেকে আদর্শ স্ত্রী হিসেবে তুলে ধরুন। নিজেকে আদর্শ নারী ও স্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে নিচের দুইটি বই পড়ুন। আমার বাংলা পোস্ট.কম আপনাদের জন্য বিনামূল্যে পড়ার জন্য অনলাইনে প্রকাশ করেছে। বই দুইটি হলোঃ-
০২। আদর্শ নারী বা নারীর শিক্ষা।
লিখেছেনঃ সৈয়দ রুবেল (প্রতিষ্ঠাতা ও সম্পাদকঃ আমার বাংলা পোস্ট.কম)
এসম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুণ। নিচে কমেন্ট অপশন দেওয়া আছে। শেয়ার করে অন্যদেরকে পড়তে সহযোগিতা করুণ।
The post স্বামীকে পরকিয়া প্রেম থেকে দূরে রাখার উপায় appeared first on Amar Bangla Post.