ছন্দ বলতে যারা অন্ত-মিলকেই বুঝেন, তারা মানতে চান না গদ্য কবিতায় ও যে ছন্দ রয়েছে। যে কোন কবিতারই একটি নিজস্ব ছন্দ থাকে। বিশেষ করে রবীদ্র-নজরুল-সত্যেন্দ্রনাথের অন্তমিল-সমৃদ্ধ কবিতার ছন্দের যাদের আসক্তি তাদের ভাল লাগবে এই কাব্য গ্রন্থটি। মানব হৃদয়ের প্রেম-বিরহ, অনুরাগ-বিরাগ, আশা-হতাশা এসব বিচিত্র অনুভূতির ছন্দময় প্রকাশে ঋদ্ধ এর পংক্তিমালা। পড়তে পড়তে এক সময় মনে হবে আপনার অন্তরেই কথাই …
The post মেঘ ভাঙ্গার রোদ্দুর (কাব্য কবিতার বই) appeared first on Amar Bangla Post.