জনাব কাযীউল কুযযাহ জালালুদ্দীন আহমদ বিন কাযীউল কুযযাহ হিসামুদ্দীন রাযী হানাফী বলিয়াছেন……… ‘আমার পিতা আপন পরিবার পরিজন বর্গকে প্রাচ্য দেশে আনার জন্য আমাকে সফরে পাঠাইয়া দেন। যখন আমি ‘বীরাহ’ নামক একটি জায়গা পার হইলাম, তো বৃষ্টি আমাদের এক পাহাড়ের গুহায় আশ্রয় নিতে বাধ্য করিল। আমি এক যাত্রী দলের সাথে ছিলাম। ফলে কিছুক্ষণের মধ্যে ঘুমাইয়া পড়িলাম। …
The post জিনের সুন্দরি মেয়ে কে বিয়ে করার ঘটনা [জিনের গল্প] appeared first on Amar Bangla Post.