সামিয়া নামের এক মেয়ে। পবিত্র কুরআনের হাফেযা। দশ বছর বয়সেই সে হেফয শেষ করেছে। তবে সে ছিল খুব ভীতু প্রকৃতির মেয়ে। বিশেষ করে পরীক্ষা দেওয়াকে সে খুব বেশী ভয় পেত। কিন্তু একটি আমলের বদৌলতে তার সেই ভয় কেটে যায়।; বন্ধুরো! কী ছিল তার সেই আমল? কীভাবে চলে গিয়েছিল তার ভয়-ভীতি? শুনবে? তাহলে সামিয়ার মুখ থেকেই …
The post অহঙ্কার থেকে সাবধান! (কিশোরীদের গল্প) appeared first on আমার বাংলা পোষ্ট.