আলী রাযি.-এর খেলাফতকালে বায়তুল মালে মতির একটি হার জমা হয়। আলী রাযি.-এর মেয়ে যায়নাব রাযি. এ সম্পর্কে অবগত হয়ে ঈদের একদিন পূর্বে বায়তুল মালের দায়িত্বে নিয়োজিত ইবনে আবু রাফে রাযি.-কে বললেন, আগামীকাল ঈদ। মেয়েরা নতুন নতুন পোশাক ও অলঙ্কার পরিধান করবে। আমার কোনো গহনা নাই। এতএব বায়তুল মালে যে মতির হারটি জমা আছে সেটি আমাকে …
The post ন্যায়পরায়ণতার অনুপম দৃষ্টান্ত। (কিশোর গল্প) appeared first on আমার বাংলা পোষ্ট.