আল্লাহু আকবর, আল্লাহু আকবর।….. আসসালাতু খাইরুম মিনান নাওম। মুআজিনের আযান কানে যেতেই চোখ খুলে গেল মাহমুদ সাহেবের। ফজরের নামাজ আদায় করার পর দক্ষিণের বাগান সংলগ্ন রুমটিতে বসে পবিত্র কুরআন তিলাওয়াত করা তার নিয়মিত অভ্যাস। সকালে কচি রোদ আর ঈষৎ ঠাণ্ডা বাতাস চারদিকে শান্তির পরশ বুলিয়ে দিচ্ছে। সকালের এই শান্ত নিস্তরঙ্গ পরিবেশে কুরআন তিলাওয়াতের মৃদু ধ্বনি …
The post স্নিগ্ধ কোমল হাসি! (এক এতিম শিশুর গল্প) appeared first on Amar Bangla Post.