তখন ছিল হযরত সাহাবায়ে কেরামের যুগ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বেশ আগেই। সেই সাথে পরজগতে পাড়ি জমিয়েছেন অনেক সাহাবীও। তথাপী এখনও আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) সহ প্রচুর সংখ্যক সাহাবী বেঁচে আছেন। একদিনের কথা। এক ব্যক্তি ইন্তেকাল করল। যথারীতি তাকে কাফন ...
The post ভয়ংকর সাপ (কবরের আজাবের গল্প ১) appeared first on Amar Bangla Post.