প্রশ্নঃ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই কি কি ফল খেলে ছেলেদের সেক্স বাড়ে।
উত্তরঃ হ্যাঁ, এমন কিছু ফল আছে যা খেলে সেক্সের শক্তি দারুণ ভাবে বৃদ্ধি পায়। তেমনই কিছু ফলের নাম আপনাদের কাছে শেয়ার করব। আসলে সব রঙ্গিন ফলই যৌন স্বাস্থ্যের জন্য উপকারী। তাঁর মধ্যে বেশ ফলদায়ক উপকারী ফল হচ্ছে আঙ্গুর ও আনারস। এ দুইটি ফলই যৌন স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। তাঁর মধ্যে আরো আছে সেগুলোর নাম ছবি নীচে প্রকাশ করেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আপনি ভালো যৌন স্বাস্থ্যের জন্য যে ফলটি খেতে চাচ্ছে, সেগুলো উপকারের বদলে বরং আরো আপনার ক্ষতি বয়ে আনবে। কারণ আমাদের দেশটা এখন বেজালে সয়লাভ হয়ে গেছে। আপনি একটি খাবার কিনবেন অথচ সে খাবারে ভেজাল ও ক্ষতিকারণ পদার্থ এবং ফরমালিন থাকবে না একথা চিন্তা করা রূপকথার গল্প ব্যতীত কিছু নয়। অন্যদেশের লোকেরা বাঁচার জন্য খাবার খায়, আর আমরাই এমন এক জাতি যারা বাঁচার জন্য প্রতিদিনই বিষ খায়।
০১ কালো রাস্পবেরি
০২. ব্রোকলি
০৩. লবঙ্গ
০৪. ডুমুর
০৫. তরমুজ
০৬. জাফরান
০৭. লেটুস
০৮. আদা
আরো জানতে ঘুরে আসুন যে খাবার খেলে সেক্স বাড়ে ও কমে বিভাগ থেকে।
The post প্রশ্নঃ কি ফল খেলে সেক্স বাড়ে? appeared first on Amar Bangla Post.