সে ব্যক্তি হযরত উমর (রাঃ) যার উসিলায় বাইশ লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে ইসলাম প্রসারিত হয়েছিল। উমর (রাঃ) সে ব্যক্তি, যার সম্পর্কে হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন—উমর যে পথ দিয়ে যায় শয়তান সে পথে হাঁটে না। উমর সে ব্যক্তি যার সম্পর্কে হযরত রাসূলুল্লাহ (সাঃ) আরাফার মাঠে বলেছিলেন—যেখানে সোয়া লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন—আল্লাহব তায়ালা আমার সকল সাহাবীকে নিয়ে আজ গর্ব করছেন এবং বিশেষভাবে গর্ব করছেন উমরকে নিয়ে। উমর সে ব্যক্তি যাকে নিয়ে আল্লাহ গর্ব করেন। এ থেকেই তাঁর মর্যাদা অনুমান করা যায়। হযরত রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আমার পর যদি কেউ নবী হয় তাহলে সে হত উমর। তিনি আরও বলেছেন—এ দুনিয়াতে আমার দু’জন উজির আছেন আর আসমানে আছেন দু’জন। পৃথিবীতে আমার উজির হলো আবু বকর ও উমর (রাঃ)। আর আকাশে আমার উজির হলেন হযরত জিবরাইল ও মিকাঈল (আঃ)। একবার হযরত রাসূল (সাঃ) এক হাতে হযরত আবু বকর (রাঃ)-কে এবং অন্য হাতে হযরত উমর (রাঃ)-কে ধরে বলেন, কিয়ামতের দিন আবু বকর ও উমর এভাবেই আমার ডান পাশে এবং বামপাশে উত্থিত হবে। কত বড় সুংসবাদ! বাইশ লক্ষ বর্গমাইল যার উসিলায় ইসলামের ছায়াতলে এসেছে, লক্ষ লক্ষ মানুষ যার বরকতে মুসলমান হয়েছে, যার বরকতে ইসলাম ও মুসলমানের মাথা উঁচু হয়েছে, হযরত রাসূল করীম (সাঃ) যাকে আল্লাহর কাছ থেকে এ বলে চেয়ে নিয়েছেন—
“হে আল্লাহ! উমরকে আমাকে দিয়ে দাও”।
সূত্রঃ তাজা ঈমানের গল্প
লেখকঃ মাওলানা তারিক জামীল।
The post যাকে নিয়ে নবীজি (সাঃ)ও গর্ব করতেন। appeared first on Amar Bangla Post.