হযরত মুসা (আঃ)-এর কাছে বনি ইসরাইলরা জিজ্ঞেস করেছিল, হে আল্লাহর নবী! আপনার প্রতিপালক কি ঘুমায়? এ প্রশ্নে হযরত মূসা (আঃ) রেগে গেলেন। আল্লাহ পাক বললেন, থাম মূসা, আমি এদের বুঝিয়ে দিচ্ছি। তুমি রাত্রিকালে দু’টি কাঁচের পাত্র হাতে দাঁড়িয়ে থাকবে। হযরত মূসা (আঃ) তাই করলেন। অর্ধ রাতের দিকে ঘুমে তাঁর দিচোখ জড়িয়ে এল তবুও জাগ্রত রইলেন। তিনি ভাবলেন—যদি হাতে পেয়ালা নিয়ে আমি ঘুমিয়ে পড়ি তাহলে পেয়ালা ভেঙ্গে যাবে। এ কারণে কষ্ট করে চোখ খুলে রাখলেন। কিন্তু শেষ রাতের দিকে আর জাগ্রত থাকা সম্ভব হল না। হযরত মূসা (আঃ) নিজের অজান্তেই ঘুমিয়ে গেলেন। হাত থেকে কাঁচের পেয়ালা দু’টি পড়ে ভেঙ্গে গেল। আল্লাহ পাক তখন বভললেন, দেখেছ মূসা? এদের বলে দাও আমার প্রতিপালক রাতে বা দিনে যদি ঘুমায় তাহলে আকাশ পৃথিবী চাঁদ সূর্য ভেঙ্গে টুকরা টুকরা হয়ে ধ্বংস হয়ে যাবে।
সূত্রঃ তাজা ঈমানের গল।
লেখকঃ মাওলানা তারিক জামীল।
The post ঘুম নেই যার appeared first on Amar Bangla Post.