Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

সঙ্গমের সুখ ও পবিত্র সম্পর্ক

$
0
0

সঙ্গমের সুখবৈধ সঙ্গমের মাধ্যমেই মনের পবিত্রতা বা যৌবনের পবিত্রতা রক্ষা সম্ভব। মানব জীবন ও মানব যৌবনের সার্থকতা মায়াময় সঙ্গমেই রয়েছে। এ সার্থকতা অন্যত্র অন্যভাবে নেই। নেই পুঃমৈথুনে, হস্তমৈথুনে, কৃত্রিম লিঙ্গে বা সেক্স ডলে। আছে শুধু স্ত্রীর মধ্যে এবং স্বামীর মধ্যে। স্বামী-স্ত্রীর মায়ামুখে নজর রেখে সঙ্গম করা সংগীতের ঝালার মত। এতে আছে আত্মদানের অথবা আত্মগত বিসর্জনের প্রবল এক প্রেষণা। নিজের ভিতরকার বীর্য এবং ক্ষরণীয় পদার্থকে স্ত্রী বা স্বামীর কাছে উৎসারিত করার প্রচন্ড আবেগ। আছে স্ত্রীর মায়াময় মুখের প্রচন্ড মায়াটান। নিবেদিতা স্ত্রীর পুষ্ট যৌন আবেদনময় শরীর আর চেহারার মায়া সংগমকে অনুভবে ও উপলব্ধিতে অনির্বাচনীয় করে তোলে। স্ত্রীর মনেও তাঁকে শ্রমক্লান্ত এবং একশ হাজার ঝুট-ঝামেলা পোহান স্বামীর মুখের মায়া। স্ত্রীরও মনে জাগে স্বামীকে পরিতৃপ্তি হতে দেয়ার নিঃস্বার্থ ভাবাবেগ। নিজের স্বার্থ আর স্বামীর স্বার্থ তখন একাকার হয়ে যায়। একাকার ও লীন হয়ে যায় স্ত্রীর দিকটাও তাঁর স্বামীর কাছে। দু’জনের যৌথ প্রযোজনায় গড়ে তোলা ভবিষ্যতের স্বপ্নগুলো জেগে থাকে তাদের মনে অবচেতনে। একজনের উপর আরেকজনের নির্ভরতা থাকে অন্যান্য উপায়ে  নির্ভরতা বিশেষ হয়ে।

এ অনির্বার্য নির্ভরতা চান আল্লাহ তায়ালা। তিনি তাঁর বান্দা-বান্দীদের পারস্পরিক গুঢ়-গাঢ় গভীর সম্পর্ক চান। তাঁর চাওয়া পূর্ণ হয় যৌথ উদ্যোগ মমতা মাখা হলে।

যৌন বাসনায় উত্তেজিত হয়ে নারী পুরুষ সঙ্গমে মিলিত হলেই মমতা আসে না, আসতে পারে না। মমতা আসতে হলে দু’জনের সমান ভবিষ্যত স্বপ্ন থাকতেই হবে। সে স্বপ্নই দু’জনকে দু’জনের জন্য অপরিহার্য করে রাখবে।

আল্লাহ বলেনঃ “আমি জানি, তোমরা জাননা।”

আল্লাহ আমাদের সব কিছু জানেন। আমাদের কিসে ভাল হবে কিসে খারাপ হবে; আল্লাহ জানেন। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মায়া-মমতা ভালবাসা ও প্রেমের স্বপ্নময়তা থাকবে। এ জিনিস অবৈধ যৌনতায় থাকতেই পারে না। এজন্যেই আল্লাহ স্বামী-স্ত্রীর এ সম্পর্ককে পবিত্র সম্পর্ক বলেছেন। স্বামী-স্ত্রীর এ সম্পর্কই যৌবনকে পবিত্র রাখতে পারে। অন্য কোন উপায় যৌবনকে পবিত্র রাখতে পারেনা।

ডাঃ কিনসে এবং আরো অনেক খ্যাতনামা যৌন বিজ্ঞানী যৌন পবিত্রতার পক্ষে অভিমত প্রকাশ করেছেন। তাঁরা বিশ্লেষণ করে দেখেছেন যৌন পবিত্রতা ছাড়া একজন মানুষ চকুরী ব্যবসা এবং পেশায় দক্ষ হতে পারে না, সফল হতেও পারে না। জীবনে সফলতা এবং যৌন তৃপ্তি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। যে লোক কর্মজীবনে অস্থির, অসফল এবং অপটু ও সে লোক স্ত্রী মিলনেও তাই।

আবার যে ব্যক্তি  দাম্পত্য মিলনে অসুখী তাঁর কর্মজীবনও প্রবঞ্চনাময়, বিভীষিকাময়। সে সকল ক্ষেত্রেই অস্থির ও ব্যর্থ। এ মহান যৌন বিজ্ঞানীদের বহু সিদ্ধান্ত সত্য ভিত্তিক। সেসব সিদ্ধান্তের শ্রেষ্ঠতম হল এ সিদ্ধান্তটি। এরা স্পষ্ট করে বিশ্লেষণ দেখিয়েছেন যে, যৌন জীবনের পবিত্রবোধ কর্মজীবনে প্রভাব ফেলে।

যৌবনের পবিত্রতা সম্পর্কে সহীহ হাদীসে সুস্পষ্ট অভিমত ব্যক্ত হয়েছে। আল্লাহর  রাসূল (সাঃ) বএনঃ “সে ব্যক্তি তাঁর জিহ্বা এবং লজ্জাস্থানের হিফাযত করবে আমি তাঁর জান্নাতের জামিনদার হব।।” (বুখারী)

সহীহ হাদীস থেকে আরো জানা যায় যে আল্লাহর রাসূল (সাঃ) বলেনঃ  “হে কুরাইশ যুবকগণ! তোমরা লজ্জাস্থানের হিফাযত কর। ব্যভিচার করনা। যারা নিঙ্কলুস পবিত্রতার সাথে যৌবন অতিবাহিত করবে তাঁরা জান্নাতের হকদার হবে।

পরিপূর্ণ স্বামী স্ত্রীর মধুর মিলন 

The post সঙ্গমের সুখ ও পবিত্র সম্পর্ক appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles