তাবলীগ জামাতের একটি দল ফ্রান্সে পায়ে হেঁটে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তাদের সামনে একটি গাড়ি এসে থামল এবং গাড়ি থেকে নেমে গেল দুই যুবতী মেয়ে। দু মেয়ে টাকা বের করে বলল এ টাকাগুলো রাখুন। আপনাদের দেখে ভাল মানুষ মনে হচ্ছে। আপনারা গাড়ীতে আরোহণ করে যেখানে যাচ্ছেন যান। দেখতেই পাচ্ছেন শীত কতটা তীব্র। তাবলীগ জামায়াতের লোকেরা বললেন—আমাদের কাছে টাকা আছে, মেয়েরা জানতে চাইল যদি টাকা থাকে তাহলে কেন আপনারা পায়ে হেঁটে যাচ্ছেন? শীত কত তীব্র দেখতেই পাচ্ছেন। তাবলীগের লোকেরা বললেন আমরা মানুষের কল্যাণের জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য পায়ে খেটে যাচ্ছি। অর্থাৎ আমরা চাই মানুষ যেন আল্লাহকে মেনে চলে এবং এ কাজে চেষ্টা করার জন্য আল্লাহ যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন।
যারা আল্লাহকে মেনে চলে আমরা তাদের জন্য দো’আ করি। মেয়ে দু’টি বলল আপনারা কি আমাদের জন্যও দো’আ করবেন? তাবলীগের লোকেরা বললেন—হ্যাঁ আপনাদের জন্যও দো’আ করি। একটি মেয়ে বলল আমি বলব কি যে আপনারা কে? তাঁরা বলল বলুনতো আমরা কে? মেয়েটি বলল আপনারা নবী? মেয়েটি বলল আমাদের কিতাবে যে দ্বীনের দাওয়াতের কাজ নবীরাই করেন। তাঁরা বললেন—না আমরা নবী নই কিন্তু আমরা সে নবীর অনুসারী উম্মত। তিনি আমাদের উপর নবুয়তের দায়দায়িত্ব দিয়ে গেছেন। তিনি বলেছেন—তোমরা যারা উপস্থিত রয়েছ, তাঁরা অনুপস্থিতদের কাছে আমার পয়গাম সমূহ পৌঁছে দেবে। আমরা সেই নবীর আদেশ পালনের উদ্দেশ্যেই রাস্তায় বের হয়েছি।
আমাদের এসব কথা শোনার মেয়ে দু’টি ইসলাম গ্রহণ করল। তাঁরা জানতে চাইল অমুক তারিখে আপনারা কোথায় থাকবেন? তাঁরা তাদের অবস্থানের ঠিকানা জানালেন। এক সপ্তাহ পর তাঁরা ৮ জন মেয়ে নিয়ে হাজির হল। তাঁরা সবাই ইসলাম গ্রহণ করে সার্থক জীবনের পথে পা বাড়াল।
সূত্রঃ তাজা ঈমানের সত্য কাহিনী বই থেকে নেওয়া।
লেখকঃ মাওলানা তারিক জামীল।
The post ফ্রান্সে মেয়েদের ইসলাম গ্রহণের কাহিনী appeared first on Amar Bangla Post.