প্রশ্নঃ স্বামীর লিংগ ছোট হলে একটি মেয়ের কি করণীয় আছে বলবেন?
উত্তরঃ নারীর যৌন সুখের জন্য পুরুষের ৩ ইঞ্চি লম্বা লিঙ্গ হলেই যথেষ্ঠ। নারীর যৌন সুখের জন্য শুধু লম্বা লিঙ্গ নয় বরং লিঙ্গ মোটা হওয়াও জরুরী। কারণ লিঙ্গ চিকন হলে ঠিক ভাবে যোনিতে ঘর্ষণ লাগবে না যার কারণে নারী পূর্ণ যৌন আনন্দ থেকে বঞ্চিত হবে। বড় লিঙ্গ সব নারীরই চাহিদা। স্বামীর লিঙ্গ ছোট হোক তা স্ত্রীর কামন্য নয়। স্বামীর লিঙ্গ বড় হওয়ার কারণে স্ত্রীর কষ্ট হয় একথাও আমরা একজন সদ্য-বিবাহিতা নারীর কাছ থেকে জেনেছি। আপনার প্রতি আমাদের পরামর্শ হচ্ছে, আপনার স্বামীর লিঙ্গ যদি ছোট হয়ে যায় এবং আপনি লিঙ্গের আকার ছোট হওয়ার কারণে যৌন অসন্তুষ্টিতে ভোগেন তাহলে মিলনের স্বাভাবিক আসন পরিবর্তন করে ভিন্ন আসন প্রয়োগ করে পূর্ণতা খোঁজে নেওয়া উচিত এবং স্বামীকে সর্বাত্তক সহযোগিতা করা উচিত। তাকে হেয়ও না করে তার কাজে উৎসাহ প্রধান করা উচিত। কেননা লিঙ্গের ছোট-বড়র সাথে তার তো কোন হাত নেই। যৌন জীবনে সুখী হতে স্বামী স্ত্রীর একের অপরের চাহিদা, ভালো লাগা বিষয়াদি নিয়ে আলোচনা করা উচিত। নিচের লেখা গুলো আপনাকে ভালো সাহায্য করবে।
প্রশ্নঃ কিভাবে সেক্স করলে মেয়েরা বেশি আনন্দ পায়?![প্রশ্নঃ কিভাবে সেক্স করলে মেয়েরা বেশি আনন্দ পায়? প্রশ্ন ও উত্তর]()
কিভাবে সেক্স করলে আরো বেশি আনন্দ পাওয়া যায় সেচেষ্টা অনেক দম্পতিই করেন না। কথায় আছে বুদ্ধিমানরা বিভিন্ন কাজ একই ভাবে…
সহবাসে ৩৫ টি আসন দেখে নিন।(ছবি)
দ্রুত বীর্যপাতঃ প্রতিকারে স্ত্রীর ভূমিকা
পুরুষের যৌন জীবনের অন্যতম প্রধান সমস্যা দ্রুত বীর্যস্খলন। যে পুরুষ যত বেশিক্ষণ বীর্যরোধ করে রতিমিলনে অবিচল থাকজতে পারেন—তিনি নিজেকে যৌন…
নারীদের যৌন জ্ঞান (মেয়েদের জন্য যৌনশিক্ষার বই)
এই বই’তে নারীদের যৌন জ্ঞান নিয়ে সাধারণ আলোকপাত করা হয়েছে। এই বইটি পড়লে মেয়েরা বেশ ভালো যৌন জ্ঞান অর্জন করতে পারবে বলে আমরা মনে করি। আমরা বইটিকে বিনা মূল্যে পড়ার সুবিধা প্রদান করেছি।
The post প্রশ্নঃ স্বামীর লিংগ ছোট হলে স্ত্রীর কি করনীয়? appeared first on Amar Bangla Post.