বর্ণনাঃ আমাদের দেশে পীরের অভাব নেই। আগাছা মতো যথা-তথায় পীর গজিয়ে উঠছে। বাংলাদেশের অধিকাংশ পীরই ভন্ড ও ইসলামের নামে ইসলাম বিরোধী কর্মকান্ডে লিপ্ত। ইসলাম সমর্থন করে না এসব কর্মকান্ড তার মুরিদদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে বিপদগামী করে দেয় এবং তাদের কাছে থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়। পীরের নামে নারীদের সাথে ফস্টিনস্টি কর্মকান্ডেও অধিকাংশ পীর লিপ্ত হয়েছে। আমাদের অধিকাংশ মানুন চিনেনা ও জানেনা কারা আসল পীর ও কারা ভন্ড। এই আলোচনায় দেশের সম্মানিত আলেম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী (দাঃবা) ভন্ড পীর ও আসল পীরের পরিচয় ও পার্থক্য তুলে ধরেছেন।
আলোচনা বিষয়ঃ আসল পীর ও ভন্ড পীর
আলোচকঃ আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী (দাঃবা)
ফাইল ধরণঃ MP3 Audio
File Size: 24 MB
Download Now
The post আসল পীর ও ভন্ড পীর সম্পর্কে আলোচনা appeared first on Amar Bangla Post.