Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

নবী নন্দিনী হযরত মা ফাতেমা (রাঃ)-এর জীবনী।

$
0
0

মা ফাতেমার জীবনীবইয়ের নামঃ মা ফাতেমার জীবনী। লেখক এম.এ সাইফুল ইসলাম যুক্তিবাদি তিনি মা ফাতেমার জন্ম তারিখ থেকে শুরু করে মা ফাতেমার বিবাহ এবং মা ফাতেমার মৃত্যু পর্যন্ত এই গুনী মহিষী নারীর কাহিনী তুলে ধরেছেন।

রাসূলের পাক (সাঃ)-এর নয়নের মনি কলিজার টুকরা হযরত মা ফাতেমা (রাঃ)-এর পরিচিতি।

আজকের কথা নয় প্রায় চৌদ্দশ বছর আগের কথা যখন আরব জাহান নানাবিধ পাপাচারে নিমজ্জিত হয়ে অমানবিক কাজে সর্বদা লিপ্ত থাকত, অকাজে কুকাজে মানুষগুলোর মন মরমর হয়েছে। শুধু তাই নয় ক্ষুধারত বাঘের মত, লোলপ নয়নে চেয়ে একজন অন্যজনের রক্তপানে সুবাধে প্রহর গুনছে, এমন দেশের এমন মানুষের মনে কি করে প্রেমের বান সৃষ্টি করা যায়, কেমন করে স্মাব সহানুভূতির ফুল ফুটানো যায়। কে-না জানে পরশ পাথর লৌহে করে হেম? বিশ্বাসে অমলে পুড়ে স্বর্ণ হল  খাঁটি? তাঁর সরবে আজও ধন্য আরব দেশের মাটি।” যারা হিংস্র পশুকে বশ করতে পারে, তাদের অদ্ভুত ক্ষমতা ও  দক্ষতা দেখে অজান্তে আমরা তাদের বাহবা দেই, আর যারা হিংস্র মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে সাধু মহৎ করে তোলেন, সত্যি তাদের মহতী শক্তিতে বিমোহিত হয়ে আমরা জগৎ বরেণ্য মহামানব ভেবে মাথায় তুলেন না। আমাদের হযরত রাসূলুল্লাহ (সাঃ) ছিলেন, একজন  অসাধারণ মানুষ। এমন ভাবনায় হযরতের পবিত্র মুখ হয়েছে বুকের মধ্যে উপশিরাগুলো থরথর করে কাঁপছে ঠিক এমনি মূহূর্তে এক শুভক্ষণের পবিত্র মক্কার প্রসিদ্ধ ধনবতী মহিলা বিবি খাদিজার বাড়িতে তাঁর ডাক পড়ল।……….

বইয়ের নামঃ নবী নন্দিনী হযরত মা ফাতেমা (রাঃ)-এর জীবনী।

লিখেছেনঃ মোহাম্মদ এম.এ সাইফুল ইসলাম (যুক্তিবাদী চাঁদপুরী)

প্রকাশনায়ঃ আফতাব ব্রাদার্স।

২/৩, প্যারীদাস রোড, ঢাকা -১১০০। ৩৬, বাংলা বাজার (২য় তলা), ঢাকা-১১০০

বইয়ের সাইজঃ ১৮.৭০ মেগাবাইট।

ডাউনলোড করুন। 

The post নবী নন্দিনী হযরত মা ফাতেমা (রাঃ)-এর জীবনী। appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles