Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

পবিত্র কোরআন শিক্ষা পদ্ধতি (বই)

$
0
0

কোরআন শিক্ষার বইইসলামে কোরআন শিক্ষার গুরুত্ব অনেক। ভুলভাবে কোরআন পড়লে গুনাহ হয় ও অর্থ বদলে যায়। তাই আপনাদের কোরআন শিক্ষার বই নিয়ে এলাম। বইটি ডাউনলোড করে সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা নিন।

ভূমিকা….

বিসমিল্লাহির রহমানির রাহীম।

মহাগ্রন্থ আল-কুরআন আল্লাহ তা’আলার পক্ষ থেকে বান্দার জন্য এক মহা নেয়ামত। ইহা সকলের জন্য শিক্ষা করা ফরয। আল্লাহ তা’আলার নিজস্ব বাণীই হল এই কুরআন। জ্ঞান-বিজ্ঞানের আধার ও বিশাল ভান্ডার জিবরাঈল (আঃ)-এর মাধ্যমে দীর্ঘ ২২ বছর ৯ মাস ২২ দিনে মক্কা ও  মদীনাতে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)-এর প্রতি ইহা অবতীর্ণ হয়।

আরবী ভাষায় এই কুরআন তিলাওয়াত কিছুটা কঠিন হলেও সঠিক ও শুদ্ধ করে তিলাওয়াতের জন্য রয়েছে নিয়মাবলী। ইহার ভুল তিলাওয়াত অপরাধ ও পাপের কাজ। মহানবী (সাঃ) বলেছেনঃ “এমন অনেক তিলাওয়াতকারী আছে যে কুরআন তিলাওয়াত করে আর কুরআন তার উপর লানত করে।” (আল-হাদীস)

মহানবী (সাঃ) অন্যত্র বলেছেন, “যে ব্যক্তি কুরআন শরীফ শুদ্ধভাবে তিলাওয়াত করে আল্লাহ তাঁকে প্রতি হরফে দশটি করে নেকী দান করেন।”(আল-হাদীস) হাদীসে আরও বর্ণিত হয়েছে, “কুরআন তিলাওয়াতকারীর পিতা-মাতার মাথায় কিয়ামতের দিন নূরের টুপি পরিয়ে দিবেন।”

কুরআন শরীফ ভুল পড়লে অর্থের পরিবর্তন হয়, এমনকি নামাযও নষ্ট হয়ে যায়। সঠিকভাবে শুদ্ধ করে কুরআন শিক্ষার জন্য প্রণীত হয়েছে বিভিন্ন প্রকার কিতাবপত্র। এক্ষেত্রে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় এ গবেষণামূলক পুস্তকটি দ্বারা কুরআন শিক্ষার জন্য যদি কেহ উপকৃত হয়, তবে আমার শ্রম সার্থক হবে। ইতিপূর্বে আমার যে বইগুলো প্রকাশিত হয়েছে সে শ্রম আল্লাহর ইচ্ছায় সার্থক হয়েছে।

এ বইটি সকল মহলের জন্য তথা শিক্ষিত, অর্ধশিক্ষিত বা যারা কিছু পড়তে জানে, তাদের সকলের ক্ষেত্রে স্বল্প সময়ে দ্রুত শিক্ষার উপযোগী করে তৈরী করা হয়েছে। ছোট বাচ্ছাদের শিক্ষক বই-এর নির্দেশিকা অনুসারে পড়াবে আর শিক্ষিতরা নিজেরা নির্দেশিকা দেখে দেখে পড়বে। বইটির সবকের অংশগুলো বুঝে বুঝে পড়লে দ্রুত ফায়দা পাওয়া যাবে। অনেক জায়গা সহজবোধ্য করার জন্য চিত্র দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, আমি ‘সুলতানিয়া’ পদ্ধতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৌখিকভাবে কুরআন শিক্ষা দিতাম। অনেকের অনুরোধে, আগ্রহে, উৎসাহে ইহা গ্রন্থাকারে প্রকাশের সিদ্ধান্ত নিলাম। তাতে বন্ধুবর আবুল কালাম আজাদ, মেজর (অবঃ) হারুন-অর-রশিদ বিশেষভাবে সাহায্য করেছেন। বিশেষ করে মাওলানা আবদুল জাব্বার (মহাসচিব, বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড), ডঃ মুস্তাফিজুর রহমান (ভিসি, ইসলামী বিশ্ববিদ্যালয়), মাওলানা ইমদাদুল হক (খতিব, জাতীয় ঈদগাহ), ডঃ আ.ফ.ম. আবু বকর সিদ্দিক (ঢাকা বিশ্ববিদ্যালয়), মাওলানা মাহবুবুল হক (প্রাক্তন হেড মোহাদ্দেস, ঢাকা আলীয়া মাদ্রাসা), ডঃ আবদুর রহমান (বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী), ডাঃ আ ন ম আব্দুল মান্নান (ঢাকা বিশ্ববিদ্যালয়), বিশিষ্ট কারী মোঃ ওবায়দুল্লাহ ও কারী মোঃ ইউসুফ সহ অন্যান্য সকলের সহযোগিতার জন্য আন্তরিক মোবারকবাদ জানাই। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মহাপরিচালককেও ধন্যবাদ জানাই যে তিনি বইটি প্রকাশের ব্যবস্থা করেছেন।

বইয়ের নামঃ পবিত্র কোরআন শিক্ষা পদ্ধতি।

লিখেছেনঃ মুফতী সুলতান মাহমুদ।

প্রকাশনায়ঃ ইসলামীক ফাউন্ডেশন বাংলাদেশ।

বইয়ের ধরণঃ pdf

সাইজঃ

Download Now | ডাউনলোড করুন। 

প্রিয়  পাঠক/পাঠিকা, আপনাদেরকে জানানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। তাই আপনি নিজে জানুন, অন্যকে জানাতে শেয়ার করুন এবং আমার বাংলা পোস্ট.কম এ যোগ দেওয়ার জন্য আপনাদের বন্ধু ও পরিচিত লোকদেরকে আমন্ত্রণ জানান। আমাদের পোস্ট আপনার কাছে কেমন লাগে এবং আমাদের পোস্ট সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে কমেন্ট করুন। আপনার মতামত সাইটের উন্নতির জন্য ব্যবহৃত হবে। আমাদের পাশাপাশি আপনিও লিখুন “আমার বাংলা পোস্ট.কম এ।

The post পবিত্র কোরআন শিক্ষা পদ্ধতি (বই) appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles