১৪. নামাযীকে সর্তক করল মজনু
একদিন একলোক নামায পড়ছিল। মজনু লায়লার ধ্যানে ডুবে ছিল। এই ধ্যান অবস্থায় মজনু ঐ নামাযীর সামনে দিয়ে চলে গেল। লোকটি নামায শেষ করে মজনুকে ধরে বলল, আমার সামনে দিয়ে গিয়ে তুমি আমার নামায শেষ করে দিয়েছ। তোমার কী চোখ নেই, দেখতে পাও না যে আমি নামায পড়ছি। মজনু জবাবে বলল, ও হে আল্লাহর বান্দা! আমি আল্লাহর এক সৃষ্টির প্রেমে বিভোর। তাঁর মহব্বতে এর ডুবে ছিলাম যে, টেরই পাইনি, আমি এক নামাযী সামনে দিয়ে চলছি। আপনি তো নামাযের মাধ্যমে খোদ সৃষ্টিকর্তার মহব্বতে ডুবে ছিলেন। আপনি তাঁর ভালবাসায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় কীভাবে টের পেলেন যে, আমি আপনার সামনে দিয়ে অতিবাহিত হয়েছি?
“না নিজের খেয়াল আছে আমার,
না আছে দুনিয়ার,
তোমার প্রেমে খাচ্ছি হাবুডুবু
আর কাজ নেই আমার।
আপনি পড়ছেনঃ আল্লাহর মহব্বত বই থেকে।
The post নামাযীকে সর্তক করল মজনু appeared first on Amar Bangla Post.