কর্ম ব্যস্ত জীবনে একটু আনন্দ পেতে স্বামী স্ত্রীর এই হাসির জোকস গুলো পড়ুন।
১. যখন বাজারে পেয়াজের দাম বেড়ে যায় তখন…….
স্ত্রীঃ কী ব্যাপার! বাজার থেকে পেঁয়াজ আননি কেন, দাম বেশি বলে পেঁয়াজ আনবে না?
স্বামীঃ না, ঠিক তা নয়।
স্ত্রীঃ তাহলে?
স্বামীঃ পেঁয়াজ কাটতে বসে তুমি প্রতিদিন চোখের পানি ফেলবে, দৃশ্যটা আমি সহ্য করতে পারি না।
০২. বউ যখন ইদুরকে ভয় পায়……
দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। একপর্যায়ে প্রথম বন্ধু বলে ফেলল..
১ম বন্ধুঃ আসলে তুই একটা ইঁদুর।
২য় বন্ধুঃ তোর এই কথাটি আমি মানতে পারলাম না। কারণ ইঁদুর হলে আমার বউ এতদিনে আমাকে দেখে ছুটে পালাত। ইঁদুরকে ওর ভীষণ ভয় করে!
০৩. স্বামী যখন স্ত্রীর লিপস্টিক খেয়ে ফেলে তখন……..
স্ত্রীঃ এই শোন, বাজার থেকে আসার সময় একটা ভালো লিপস্টিক নিয়ে আসবা।
স্বামীঃ তোমার মাসে এতো লিপস্টিক লাগে আমি ভাবতে পারি না। এতো লিপস্টিক দিয়ে তুমি কি করো? আর কার কি এতো লিপস্টিক লাগে?
স্ত্রীঃ আরে লিপস্টিকের অর্ধেক তো তোমার পেটেই যায়।
০৪. স্বামী যখন বাসায় থাকে না তখন………..
স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী তার পুরানো প্রেমিকের সাথে বসে গল্প করছিল। এমন সময় হঠাৎ স্বামী বাসায় এসে পড়লে প্রেমিক দ্রুত আলমারির পিছনে লুকিয়ে গেল। ঘরের মেঝেতে সিগারেট পড়ে থাকতে দেখে স্বামী রেগে গেল। স্বামী বলে উঠল, এই সিগারেট কোথা থেকে এসেছে?? স্ত্রী কিছু বলতে পারল না দেখে স্বামী আরো রেগে গেল। স্বামী বলল তোমাকে বলতেই হবে এই সিগারেট কোথাকার??? প্রেমিক বন্ধুটি সহ্য করতে না পেরে আলমারির পিছন থেকে বের হয়ে বলল, ও তো মেয়ে মানুষ, ও কি করে জানবে এই সিগারেট কোথাকার?? আপনি পুরুষ মানুষ হয়েও চিনতে পারছেন না যে এই সিগারেট আমেরিকার???
০৫. যখন নতুন বিবাহিতা বান্ধবীর সাথে যখন কথা হচ্ছে তখন…….
নতুন বিয়ে হওয়া বান্ধবীকে অবিবাহিতা বান্ধবী প্রশ্ন করল—
শায়লাঃ কিরে তোর জামাই কেমন?
: স্বামী আর পেঁচার মাঝে কোণ প্রার্থক্য নেই।:P
: কেন, এমন কথা বলছিস কেন?
: বলছি এইজন্যই যে, স্বামীরা তাঁদের বউদের সব ভালো জিনিস শুধু রাতের বেলাই খুঁজে পায়!
০৬. স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে
স্ত্রীঃ বল তো, আমি সুন্দরী এটা কোন কাল?
স্বামীঃ অতীত কাল!
০৭.স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে ২
স্ত্রীঃ প্রতিজ্ঞা করো, আমি মরে যাওয়ার পর কাউকে ভালোবাসবে না।
স্বামীঃ সে প্রতিজ্ঞা করলাম। কিন্তু তুমি বেঁচে থাকা অবস্থায় এই প্রতিজ্ঞা রক্ষা করার তো দরকার নেই?
০৮. স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হচ্ছে তখন…….
স্বামী-স্ত্রী ঝগড়া করছে। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী স্বামীর গালে চড় মারল—
স্বামীঃ তুমি আমাকে চড়টা সিরিয়াসলি মেরেছ, নাকি ইয়ার্কি করে মেরেছ?
স্ত্রীঃ সিরিয়াসলিই মেরেছি।
স্বামীঃ তাহলে আজ বেঁচে গেলে। তুমি তো জানো আমি ইয়ার্কি একদম পছন্দ করি না।
০৯. দুই বন্ধু তাদ্রে দাম্পত্য জীবন নিয়ে গল্প করছে……..
“আর বলিস না, আমি রাতে যখন বাড়ি ফিরি…
ফিরার আগে সবচে হালকা ভদকা খাই, তারপর বারের দাঁত ব্রাশ করি যাতে গন্ধ না পায়….বাসার গেটে ঢোকার আগে আমার গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেই, তারপর ঠেলে ঠেলে গেরেজ এ ঢুকাই……….তারপর জুতা খুলে ফেলি, আসতে আসতে পা টিপে টিপে বাসায় ঢুকি, খুব সাবধানে ঘরের চাবি দিয়ে দরজা খুলি…..তারপরও দেখি আমার বউ জেগে আছে আর আমাকে সারাদিনের বকাঝকা করে” বলল প্রথম বন্ধু।
“হেঃ, এটা আর এমন কি হলো “বলল দ্বিতীয় বন্ধু” আ,অ সবচে কড়া রাম খাই……তারপর ভুমভুম শব্দ করে গাড়িটা চালিয়ে বাবসার গেট এ এসে হর্ণ বাজাই, তারপর ঠাসঠাস করে গেরেজ এর দরজা খুলে গাড়ি টা ভিতরে ঢুকিয়ে লাথি দিয়ে ঘরের দরজা খুলি……..তারপর বউ কে বলি, ‘আজ একটা ব্লোজব হয়ে যাক, কি বল???….বউ তখন আমার মরার মত পরে থাকে….আর উঠেইনা!!!”
The post স্বামী স্ত্রীর কিছু জোকস ১৮+ দের জন্য appeared first on Amar Bangla Post.