Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

নারীদের মারাত্মক চার স্বাস্থ্য সমস্যা

$
0
0

সুন্দরী মেয়েবেশ কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন নারীরা। তার মধ্যে থেকে অধিকতর ক্ষতিকর বা মারাত্মক ক্ষতিকর হিসেবে ৪টি রোগকে চিহ্নিত করা যায়। সচেতন থাকলে অনেক সময় এসব রোগ এড়িয়ে চলা সম্ভব। আবার রোগের ক্ষতি থেকেও অনেকটা রক্ষা পাওয়া যায়। আসুন জেনে নেয়া যাক সেসব রোগ সম্পর্কে।

স্তন ক্যানসার : ২০ থেকে ৫৯ বছরের মধ্যে ক্যানসারে মৃত নারীর বেশিরভাগ মারা যান স্তন ক্যানসারে। একসময় এটা চল্লিশোর্ধ্ব নারীদের সমস্যা বলে ধরে নেওয়া হলেও এখন তরুণীদের মধ্যেও স্তন ক্যানসার দেখা যাচ্ছে। পরিবারের অন্য কারও স্তন ক্যানসার থাকা, বিআরসিএ জিন, বুকে তেজস্ক্রিয় রশ্মির থেরাপি, অতিরিক্ত অ্যালকোহল পান, বেশি বেশি লাল মাংস খাওয়া স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এবং জীবন যাপনে অতিরিক্ত প্রসাধনী নির্ভরতা, বেশি মাত্রায় বডিস্প্রে ব্যবহার স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

সার্ভিকাল ক্যানসার : বিশ্বজুড়ে নারীদের ক্যানসারে মৃত্যুর আরেকটি বড় কারণ সার্ভিকাল ক্যানসার। এটি ভারতে নারী মৃত্যুর অন্যতম প্রধান একটি কারণ । ভারতে প্রতিবছর ৩৩ হাজার নারী এই রোগে আক্রান্ত হয়ে মারা যান। হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি) সার্ভিকাল ক্যানসারের কারণ। বিশেষ যৌন আচরণ থেকে এই ভাইরাসের সংক্রমণ হতে পারে। এছাড়া অনিরাপদ যৌন সংস্রবের কারণে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস (এইচআইভি) থেকে সার্ভিকাল ক্যানসার হতে পারে।

ইউরেনারি ট্র্যাক্ট : এটি,  ইনফেকশন কিডনি, জরায়ু, মূত্রথলি ও মূত্রনালিতে সংক্রমণের রোগ । পুরুষদের তুলনায় নারীদের মধ্যে ইউরেনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই)অনেক বেশি পরিমাণে দেখা যায়। অন্তত অর্ধেক নারীই জীবনের কোনো না কোনো পর্যায়ে এ ধরনের একটি সংক্রমণে আক্রান্ত হয়। নিয়মিত পানি পান না করা এবং প্রস্রাব আটকে রাখা শহুরে নারীদের মধ্যে এমন সংক্রমণের একটি সাধারণ কারণ। এ ছাড়া যৌন সংস্রব এবং পরিবারে অন্য কারও এ রোগ থাকাটাও এ ধরনের সংক্রমণের ঝুঁকি হতে পারে।

বিষাদগ্রস্ততা : বিষাদগ্রস্ততার ঝুঁকিতে  পুরুষের তুলনায় অনেক ক্ষেত্রেই নারীরা এগিয়ে থাকেন। সামাজিক কাঠামো ও জীবনযাপনের ধরন বিষাদগ্রস্থতার একটি বড় কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে উচ্চ, মধ্য ও নিম্ন আয়ের দেশ সব জায়গাতেই নারীদের রোগাক্রান্ত হওয়ার একটি বড় কারণ ডিপ্রেশন বা বিষাদগ্রস্ততা। গর্ভধারণের পর (পোস্টাপার্টাম) এবং মাসিক ঋতু বন্ধ হয়ে যাওয়ার পর (মেনোপজ) অনেক নারী বিষাদগ্রস্ততায় আক্রান্ত হতে পারেন। এ ছাড়া দাম্পত্য সম্পর্ক ও যৌন জীবন বিষাদগ্রস্ততার একটি বড় কারণ হিসেবে বিবেচিত।

The post নারীদের মারাত্মক চার স্বাস্থ্য সমস্যা appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles