Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

কাফন দাফন জানায়া

$
0
0

কাফন দাফন জানাযাএ পৃথিবীর বুকে প্রানধারী যত জীব রয়েছে, সকলকেই একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তা’আলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেনঃ

“প্রত্যেক প্রাণীকেই আস্বাদন করতে হবে মৃত্যু;। পবিত্র কুরআনের অন্যত্র আল্লাহ তা’আলা ইরশাদ করেনঃ

“তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবেই-যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরেও অবস্থান করো, তবুও’।

এ জগতে যতগুলো অকাট্য বাস্তবতা রয়েছে, তন্মধ্যে সবচেয়ে অকাট্য বাস্তব হচ্ছে এই মৃত্যু। কারণ এটি এমন একটি বাস্তব, জগতের কোন মানব অন্যাবধি যাকে অস্বীকার করতে সক্ষম হয়নি। অথচ মহান আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলার মত মানবও এ জগতে রয়েছে। তদ্রুপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়ত নিয়ে অভিযোগ করার মানুষও এ জগতে রয়েছে। কিন্তু একটি মাত্র বিষয় যার ক্ষেত্রে আস্তিক, নাস্তিক, ইয়াহুদ, খৃষ্টান, পৌত্তলিক এক কথায় সকল মতাদর্শের মানুষ একমত, সেটি হচ্ছে এই মৃত্যু। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে এই মৃত্যু যতখানি বাস্তব, মৃত্যুর ব্যাপারে মানুষের উদাসীনতা ততবেশী। এ কারণেই হযরত আলী (রাঃ) বলেছেন ‘মানুষ প্রতি দিন তার মত মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়।’ অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ

“তোমরা জীবনের সকল স্বাদ বিনাশকারী বস্তু অর্থাৎ মৃত্যুর কথা অধিক স্মরণ করো’।

এজগত মানবের আগমন যেমন ইচ্ছাধীন বিষয় নয়, তেমনি এ জগত থেকে বিদায় নেওয়াও কারো ইচ্ছাধীন নয়। কখন কোণ মুহুর্তে কোথায় মানুষ জন্মগ্রহণ করবে এটা যেমন কেউ বলতে পারে না, আবার কখন কোথায় কার মৃত্যু হবে এটাও কেউ বলতে সক্ষম নয়। এ পৃথিবীতে একদিন যেমন মানুষ ছিল না, কিছুকাল অবস্থান করার পর আবার এ পৃথিবীতে মানুষ  থাকবেও না। জন্মিলে এখন থেকে বিদায় নিতেই হবে। এটাই চরম বাস্তব এটাই চরম সত্য।

তবে প্রতিটি মুসলমানের জন্মের মুহুর্তে যেমন কতগুলো ইসলামী বিধি-বিধান পালন করতে হয়, তেমনি অন্তিম মুহুর্তে থেকে শুরু করে গোসল, কাফন, দাফন, নামাযে জানাযা এমনকি সমাধিস্ত করা পর্যন্ত কতগুলো ইসলামী বিধি-বিধান পালন করাও আবশ্যক। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে এ সকল বিধি-বিধান পালনে অনেক ক্ষেত্রেই মারাত্মক ভুল ও শরীয়ত বিবর্জিত ক্রিয়া-কর্মের অবতারণা করতে দেখা যায়। আর অধিকাংশ ক্ষেত্রে এর কারণ কাফন-দাফন ইত্যাদিতে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিগণের অজ্ঞতা। ফলে মৃত ব্যক্তির জীবনের সর্বশেষ কৃত্যগুলো পরিশুদ্ধ না হয়ে অশুদ্ধ থেকে যায়। আর এটা আমাদের জন্য যারপরনেই আফসোসের বিষয়।

তাই আমাদের আপনজন সহ আত্মীয় পরিজনের বিদায় মুহুর্তের কৃত্যগুলো যেন কুরআন-হাদীস অনুযায়ী সহীহ-শুদ্ধভাবে পালিত হয়, সে সম্পর্কে অবগতি দানের জন্যেই অত্র পুস্তক রচনার প্রয়াস। আল্লাহ তা’আলা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবুল করুন। আমীন। বিনীত- শাববীর আহমাদ শিবলী।

বইয়ের নাম : কাফন দাফন জানাযা

লেখক : শাববীর আহমাদ শিবলী

ধরণ : PDF

ডাউনলোড করুন

The post কাফন দাফন জানায়া appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles