প্রশ্নঃ আমাদের এলাকাতে মেয়েরা বিবাহের পর আর সেলোয়ার কামিজ পরে না। প্রত্যেকে শাড়ী পরে। বিবাহের পরও যদি মেয়েরা মোটা কাপড় বা উড়না সহ সেলোয়ার-কামিজ পরে, তাহলে কি কোন অসুবিধা আছে?
উত্তরঃ বিবাহের আগে হোক বা পরে হোক, মেয়েদের জন্য ঢিলাঢালা সেলোয়ার কামিজ ও মোটা বড় ওড়না-ই উত্তম পোশাক। এতে অধিক সতর হয়। মেয়েদের সেলোয়ার –কামিজ অবশ্যই ঢোলা ও মোটা কাপড়ের হতে হবে। পাতলা বা টাইটফিট কাপড়-যাতে কাপড়ের উপর দিয়ে মেয়েদের অঙ্গ-আকৃতি প্রকাশ পায় এমন কাপড় পরা হারাম।
অনেক এলাকাতে মেয়েদের বিবাহের পূর্বে সেলোয়ার-কামিজ পরা ভাল মনে করা হলেও বিবাহের পর তা ভাল মনে করা হয় না, এটা কুসংস্কার। এরূপ মনোভাব পরিত্যাজ্য। (হাওয়ালাঃ সূরা আহযাব ৫৯)
The post বিবাহের পর শাড়ী সেলোয়ার-কামিজ পড়া প্রসঙ্গ appeared first on Amar Bangla Post.