Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

প্রশ্নঃ অবাঞ্চিত লোম ফেলে দিলে যৌন ক্ষমতা কমে যায়?

$
0
0

লোম পরিষ্কারপ্রশ্নঃ অনেক বইয়ে নাভীর নীচের লোম ক্ষুর বা ব্লেড দিয়ে পরিষ্কার করার কথা বলা হয়েছে। আবার অনেক বইতে পেয়েছি এমন কি অনেকের মুখেও শুনেছি যে, নাভীর নীচের লোম পরিষ্কার করলে সেক্স পাওয়ার কমে যায়। এর সঠিক তথ্য জানালে উপকৃত হব।

উত্তরঃ শরীয়তের প্রতিটি হুকুমই সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত। সামগ্রিক দিক দিয়ে বিবেচনা করলে দেখা যাবে, শরীয়ত এমন কোন হুকুম দেয়নি যা স্বাস্থ্যের পরিপন্থী বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এ কারণেই দেখা যায়-অনেক বিজ্ঞানিক এক একটি সুন্নাতের উপর গবেষণা ও বিশ্লেষণ করে ইসলাম গ্রহণ করে নিয়েছেন। নাভীর নীচের অবাঞ্চিত লোম পরিষ্কার করার ব্যাপারে শরীয়তের নির্দেশ রয়েছে—প্রতি সপ্তাহে একবার, তা না হলে দু’সপ্তাহ অন্তত, এটাও সম্ভব না হলে চল্লিশ দিনের মধ্যে অবশ্যই লোম পরিষ্কার করতে হবে। নাভীর নীচের লোম অপরিষ্কার অবস্থায় চল্লিশ দিন অতিবাহিত করা জায়েয নয়, বুরং তা গুনাহের কাজ।

লোম পরিষ্কার করার দ্বারা সেক্স কমে যায়, একথা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং চিকিৎসা বিজ্ঞানীদের মতে, নিয়মিত লোম পরিষ্কার করার দ্বারা সেক্সের স্থিতিশীলতা বজায় থাকে। (প্রমাণঃ ফাতাওয়া আলমগীরী-৫,৩৫৭)


আপনি পড়তে পারেন এমন কিছু  সম্পর্কিত পোস্টের তালিকা………

০১. মেয়েদের অবাঞ্ছিত লোম দূর করার উপায়

০২. মেয়েদের যৌনাঙ্গের লোম পরিস্কার করার ভালো পদ্ধতি

০৩. প্রশ্নঃ গোপনাঙ্গের লোম পরিস্কার করতে কি ব্যবহার করবো? লোমনাশক ক্রীম নাকী ব্লেড?

০৪. প্রশ্নঃ যৌনকেশ শেভ করা কি ভালো ?

০৫. যৌন কেশ মুণ্ডনের গুরুত্ব ও বিধান

প্রিয়  পাঠক/পাঠিকা, আপনাদেরকে জানানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। তাই আপনি নিজে জানুন, অন্যকে জানাতে শেয়ার করুন এবং আমার বাংলা পোস্ট.কম এ যোগ দেওয়ার জন্য আপনাদের বন্ধু ও পরিচিত লোকদেরকে আমন্ত্রণ জানান। আমাদের পোস্ট আপনার কাছে কেমন লাগে এবং আমাদের পোস্ট সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে কমেন্ট করুন। আপনার মতামত সাইটের উন্নতির জন্য ব্যবহৃত হবে। আমাদের পাশাপাশি আপনিও লিখুন “আমার বাংলা পোস্ট.কম এ।

The post প্রশ্নঃ অবাঞ্চিত লোম ফেলে দিলে যৌন ক্ষমতা কমে যায়? appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles