Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

গল্পে আঁকা সীরাত “হে মুহাম্মদ” (শিশুদের ইসলামিক গল্পের বই)

$
0
0

গল্পে আঁকাতুমি শিশু?

তুমি কিশোর?

তুমি নবীন?

তাহলে অবশ্যই তুমি গল্প-প্রেমিক!

কিন্তু আমি জানি,

পাশাপাশি তুমি ভীষণ অসহায়!

কেননা, বাঘ-ভাল্লুক-শৃগাল-বিড়াল ও ভূত-পেত্নীর

জীবাণুযুক্ত গল্প-কাহিনী ছাড়া পড়ার মতো তেমন

কিছু তোমার হাতের নাগালে পাচ্ছো না।

গঠনমুখী, জীবন-বদলানো শিশু-সাহিত্যের

অনুপস্থিতিতে এইসব কিলবিল করছে তোমার চারপাশে।

কখনও ‘বিষ’ ঢেলে দিচ্ছে তোমার মাঝে!

না, এ জন্যে দায়ী তুমি না—দায়ী আমরা।

বন্ধু, এ দায়বোধ থেকেই ‘গল্পে আঁকা সীরাত’ এর জন্ম।

তোমার জন্যেই এর জন্ম!

সুতরাং তোমার জন্যেই তা নিবেদিত।

এবার ছুটে এসো, ‘গল্পে আঁকা সীরাত’-এর দিকে।

হাতে তুলে নাও আদর করে।

বুকে চেপে ধরো কিছুক্ষণ, পড়ার আগে।

তারপর চীৎকার করে বলে ওঠো—

পেয়েছি!

এখন গল্পে গল্পে আমার নবীকে ভালোবাসবো—

গভীর ভালোবাসা!

-ইয়াহইয়া ইউসুফ নদভী।

বইয়ের নাম : গল্পে আঁকা সীরাত হে মুহাম্মদ

লিখক :  ইয়াহইয়া ইউসুফ নদভী

সাইজ : 26 MB

ডাউনলোড করুন।

The post গল্পে আঁকা সীরাত “হে মুহাম্মদ” (শিশুদের ইসলামিক গল্পের বই) appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles