Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

শিশুদের ধর্ষণের হাত থেকে বাঁচানোর সাতটি উপায়

$
0
0

বাংলাদেশে যৌন নির্যাতনের সংখ্যা দিন দিন বেড়ে চলেই। নারী, কিশোরী, তরুণী ও শিশুদের যৌন নির্যাতনের নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়ে।

প্রতিদিন দেশের আনাচে কানাচে কোথাও না কোথাও বিকৃত রুচির মানুষদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনা ঘটছে। যৌন নির্যাতনের শিকারের মধ্যে অধিকাংশ হচ্ছে শিশুরা।

শিশুদের যৌন জ্ঞান না থাকার কারণে বিকৃত রুচি বোধের লোকেরা শিশুদেরকেই  বেছে নিচ্ছে তাদের বিকৃতরুচি চরিতার্থে।

আপনার শিশুকে বিকৃতরুচি বোধের লোকেরা যাতে তাদের বিকৃত মনোবাসনা পূরণে ব্যবহার করতে না পারে সেসব কলা-কৌশল আপনার শিশুকে শিক্ষা দেওয়ার প্রয়োজন।

আপনার শিশুকে নিরাপদে রাখতে তাকে এই ৭টি কলা-কৌশল শিক্ষা দিন।

১। নির্যাতন প্রতিকারের প্রথম পদক্ষেপ বিষয়টি শনাক্তকরণ। নির্যাতনের লক্ষণ স্পষ্ট হলে বাবা-মার সঙ্গে খোলাখুলি কথা বলা উচিত। নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিকে চিহ্নিতকরণ প্রয়োজন।

২। আরেকটি বিষয় হলো আপনার সন্তানের বয়স কতো। নিশ্চয় ৩-১৫ এর মধ্যে। আপনি তাদের মৌলিক সেক্স নির্যাতনের সংক্ষিপ্ত ভূমিকা দিতে পারেন শুধুমাত্র। সন্তানের সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলুন যেন সে আপনাকে সব বিষয়ে ভরসা করে। যেকোনো কথা আপনার কাছে খুলে বলতে পারে।

৩। শিশুর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে হবে। গল্পের ছলে ঘটনা বলে তাকে শারীরিক শিক্ষা দিতে হবে। তাকে এতটুকু বিশ্বাস করাতে হবে আপনি যা বলছেন সব সত্য। এসব তার জীবনেও ঘটতে পারে। যদি সে এ ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার হয়, তাহলে সব কিছু আপনার কাছে খুলে বলতে সে যেন ভয় না পায়।

৪। শিশুদের আরেকটা বিষয় জানাতে হবে, সেটা হলো ভয় না পেয়ে সবকিছু অবহিত করা। তাদের বোঝাতে হবে ধষর্ণের বিষয়ে তার কোনো দোষ ছিল না।

৫। আপনার সন্তানকে বোঝান এবং নিজের নিরাপত্তা নিজেকেই নিতে হবে এটা শেখান। কখনো অপরিচিতদের থেকে কোনো কিছু গ্রহণ করবে না। স্কুল থেকে বাবা-মা ছাড়া অন্যদের সঙ্গে কখনো যাবে না, এমন কি বাবা-মা যেতে বলেছে দাবি করলেও না, এরকম কথা সন্তানকে বলেন।

৬। তাকে তার শরীরের সংবেদনশীল স্থানগুলো সম্পর্কে জ্ঞান দিতে হবে। পশ্চাতদেশ, বুক কিংবা দুই পায়ের মাঝে কেউ যেন হাত না দেয়। বাবা-মা, দাদা-দাদি(তাও প্রয়োজনে) কিংবা ডাক্তার বাদে কেউ যেন হাত না দেয়। দিলে ওখান থেকে চিৎকার দিয়ে নিরাপদ স্থানে যেতে হবে।

৭। আপনার সন্তানকে বুঝিয়ে যৌন নির্যাতনকারীর সম্পর্কে বিস্তারিত জানাতে উৎসাহিত করুন। কারণ শিশুরা অনেক সময় অপরাধীর ভয়ে অনেক কিছু গোপন করে এবং অপরাধী এতে প্রশ্রয় পায়। এক্ষেত্রে সন্তানকে বলুন, ঠিক আছে ভয়ের কিছু নেই, পরে কথা বলা যাবে। বিশেষ করে ছোট্ট শিশুর ক্ষেত্রে এমন হয়ে থাকে।

সৌজন্যঃ বিডি মর্নিং

The post শিশুদের ধর্ষণের হাত থেকে বাঁচানোর সাতটি উপায় appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles