মজাদার চিংড়ি শুটকি ভর্তা তৈরি করুণ। আপনার পরিবারের নিত্যদিনের খাবারের মেন্যুতে পরিবর্তন আনতে মাঝে মাঝে চিংড়ি শুটকি ভর্তা তৈরি করে পরিবার-পরিজনদের সামনে পরিবেশন করতে পারেন।
জেনে নিন কিভাবে চিংড়ি শুটকি ভর্তা তৈরি করবেন এবং তৈরি করার উপকরণ ও প্রণালী।
উপকরণঃ
বড় চিংড়ি শুটকী ২০/৩০ টি।
শুকনা মরিচ ৮/১০ টি।
রসুন মাঝারী আকারের ১টি।
এবং লবণ পরিমাণ মত।
তৈরি করার প্রণালীঃ
প্রথমে বড় চিংড়ি শুটকী ও শুকনা মরিচ মচমচে ভাজুন। তারপর পাটায় মিহি করে বাটুন এবং বাটার সময় রসুন ও লবণ দিন। ব্যাস, তৈরি হয়ে গেলো মজাদার চিংড়ি শুটকির ভর্তা।
The post চিংড়ি শুটকি ভর্তা (রেসিপি) appeared first on Amar Bangla Post.