Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

প্রশ্নঃ আমি আজ বিয়ে করছি এখন বাচ্ছা নিতে চায়, কি করণীয়?

$
0
0

প্রশ্নঃ আমি বিয়ে করছি আজ এখন বাচ্ছা নিতে চায় না তাহলে এখন রাতে যদি আমার স্বামী মিলন করতে চায় তাহলে আমার করনিও কি।

উত্তরঃ দাম্পত্য জীবনের শুরুতে সন্তান নিতে না চাইলে আপনি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করুন। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রকারের অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা  উপলব্ধি আছে। আপনার কাছে যেটা ব্যবহার করতে ভালো ও স্বাচ্ছন্দ বোধ করেন সেটা ব্যবহার করতে পারেন।

জন্মনিয়ন্ত্রণের সহজতম পদ্ধতি হচ্ছে কনডম ব্যবহার করা। যখন সহবাসে লিপ্ত হতে যাবেন সে মূহুর্তে স্বামীর  পুরুষাঙ্গে কনডম পরিধান করিয়ে নিবেন।

আরো পড়ুন কনডম ব্যবহারের নিয়ম।

স্ত্রীকে ফুল উপহারঅস্থায়ী জন্মনিয়ন্ত্রণের মধ্যে আছে খাবার বড়ি বা পিল। এই পিল এ একটু ঝামেলা আছে। আর তা হচ্ছে এটি প্রতিদিন খেতে হয়। সহবাস করলেও খেতে  হয় আবার সহবাস না করলেও খেতে হয়। যেমন, আপনারা সপ্তাহে ৩ দিন সহবাস করবেন। কিন্তু পিল সপ্তাহে ৭ দিনই খেতে হবে, বাদ দেওয়া যাবে না। এই সাধারণ পিল গুলো সহবাসের পূর্বে খেতে হবে।

পিলের মধ্যে নতুন আরেকটি আছে যার নাম ইমার্জেন্সি পিল। এটি সহবাসের ৪৮ ঘন্টার মধ্যে খেলেও কাজ হয়। গর্ভবতী হবার ভয় থাকে না।  

আরো পড়ুনঃ পিল সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন।

জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে আমাদের অনেক পোস্ট আছে। সব গুলো পোস্ট পেতে এখানে ক্লিক করুন।

আপনার বিবাহিত জীবনে সাহায্য করতে পারে এরকম আরো কিছু পোস্ট পড়ুন।

০১। বাসর রাতের কি করবেন তা জানতে ► এখানে ক্লিক করুন।

০২। বিবাহিত জীবনে স্বামীকে খুশি রাখতে নারীদের যৌন জ্ঞান অর্জন করার প্রয়োজন। তার জন্য আমাদের একটি ছোট বই আছে। পড়তে ► এখানে ক্লিক করুন।

০৩। কিভাবে সহবাস করবেন, সহবাসের  আগে ও পরে করনীয় বর্জনীয় এবং সহবাসের বিভিন্ন কলা-কৌশল জানতে ► এখানে ক্লিক করুন।

আপনার যৌন জীবনকে উপভোগ করতে নিয়মিত পড়ুন বাংলা সেক্স লাইফ। এখানে ক্লিক করুন।

 heartheart আপনার সুন্দর ও হাস্যোজ্জ্বল আনন্দময় দাম্পত্য জীবনের কামনায়- আমার বাংলা পোস্ট।

The post প্রশ্নঃ আমি আজ বিয়ে করছি এখন বাচ্ছা নিতে চায়, কি করণীয়? appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles