প্রশ্নঃ বাচ্চা ডেলিভারীর ৪০ দিন পর থেকে ২য় বাচ্চা নেওয়ার জন্য সহবাস করা যাবে?
উত্তরঃ না। বাচ্চা নেওয়ার জন্য সহবাস করা যাবে না। তবে শারীরিক চাহিদা পূরণ করার জন্য জন্মবিরতী পদ্ধতি গ্রহণ করে সহবাস করা যাবে। এমনটি করলে স্ত্রীর উপর জুলুম করা হবে। কারণ, একটি সন্তানকে দুনিয়ার আলোর মুখ দেখাতে একজন মায়ের যে পরিমাণে পুষ্টি ক্ষয় হয়, তা পূরণ করতে ৩ বছর সময় লাগে। সন্তান জন্মের প্রথম বছরেই মায়ের শরীর বেশ দুর্বল থাকে। তারপর হচ্ছে, সন্তান গর্ভে ধারণ কষ্টের কাজ। মেয়েদের পেটে সন্তান আসলে তারা নানান সমস্যায় ভোগে। অনেক ঠিক মত খেতে পারে না। আবার অনেক সময় পেটে খিদে থাকার সত্বেও খাওয়ার রুচি হয় না। আবার অপর দিকে সন্তান লালল-পালন করাও কষ্টের কাজ। আবার আছে সংসারিক কাজ-কর্ম যা তাকে করতেই হবে। অর্থাৎ, তার উপর চারটি জিনিসের দায়িত্ব পড়তেছে। একটি মেয়ের পক্ষে কি এতো কিছু সামাল দেওয়া সম্ভব? আপনার স্ত্রী তো গরু ছাগলের মতো নয় যে, তার খাওয়া-পরা ও বাচ্ছা ডেলিভারি ব্যতিত তার আর কোন কাজ নেই। তার উপর আপনার অনেক দায়িত্ব ও কর্তব্য পালন করার আছে। তার সুবিধা, অসুধা গুলো আপনাকে দেখতে হবে। আপনি তার সব। স্ত্রীর প্রতি যত্মশীল হোন, আমরা এটাই আপনার কাছে কামনা করি।
The post বাচ্চা ডেলিভারীর ৪০ দিন পর থেকে ২য় বাচ্চা নেওয়া appeared first on Amar Bangla Post.