Quantcast
Channel: Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 2081

জীববৈচিত্রে বিলুপ্ত নৈতিকতা

$
0
0

২৬-০৭-২০১১ইং সালের ঘটনা। ঘটনাটা পড়ার পরই অন্য আরেকটি পত্রিকায় প্রসিদ্ধ প্রাণী মাছির জীবনবৈচিত্র সম্পর্কে একটা তথ্য পেলাম। নিকৃষ্টতার ক্ষেত্রে মাছি উপমাতুল্য। ঘৃণ্য স্বভাব, ঘৃণ্যবস্তু আহার হিসেবে গ্রহণ এবং ঘৃণ্য স্থানে মাছির অবাধ যাতায়াত। এমনি একটি প্রাণীর সাথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুকের চরিত্রের সাথে মিল খুঁজে পাওয়া সত্যিকার অর্থেই দুঃখজনক ব্যাপার। কিন্তু মানব চরিত্রের অব্যাহত পতন, নৈতিকার স্খলন আর মানবতার সুন্দরতম গুণাবলীর দ্রুত পতনে আমরা ক্রমেই সৌন্দর্যের কাতার থেকে সরে এসে যতসব জীবজন্তুর কাতারে শামিল হতে শুরু করেছি। আমাদের এই পতন, ধ্বংশের পথে এই অভিযাত্রা মনুষ্যসত্তাকে কলঙ্কিত ও মানবপরিচয়কে প্রশ্নবিদ্ধ করছে কিনা সে কথা কিন্তু অবশ্যই ভেবে দেখা দরকার। সারা জীবন তো শুধু ভোগে, বিলাসে আর স্বপ্নেই কেটে গেল। কিছু সময় কি গত হওয়া জীবনের হিসেব কষায় ব্যয় করা দরকার নয়?

সাহাবী হাসান বসরী রহ. বলতেন, যারা দুনিয়াতে জীবনের হিসেব কষবে আখেরাতে তাদের হিসেব সহজ হবে। আর যারা হিসেব কষবে না, নিজের জীবনের ভালোমন্দ ঘটনাগুলোর বিচার করবে না, সভ্যতার সৌন্দর্যে শামিল হওয়ার ব্যাপারে তৎপর হবে না, হিসেবটা তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে।

আগে মাছি চরিত্রের কথাটা বলি। পৃথিবীতে বহু রকমের মাছি আছে। এক প্রকার মাছি হলো স্ট্যাগ ফ্লাই। এরা মারামারি করতে খুব পাকা। আর তা বড় অদ্ভুত কারণে। যৌন আধিপত্য বিস্তার করার জন্য! এদের শিংগুলো সৃষ্টিই নাকি একারণে! পুরুষ মাছির সঙ্গে মিলিত হওয়ার সময় হলে স্ত্রী মাছিরা সারিবদ্ধ হয়ে বসে থাকে। এরপর স্ত্রী মাছির সঙ্গে মিলিত হওয়ার আগ্রহী পুরুষ মাছিরা মারামারি শুরু করে। ওই মারামারিতে বিজয়ী পুরুষই কেবল সেই স্ত্রী মাছিদের সাথে মিলিত হওয়ার সুযোগ লাভ করে। আর যাদের ক্ষমতা নেই, শক্তিতে দুর্বল তারা বড়দের অনুপস্থিতির সুযোগ নেয়। তাদের অনুপস্থিতিতে তারা স্ত্রী মাছির সাথে মিলিত হওয়ার সুযোগ লাভ করে!

মালয়েশিয়ায় এক ধরনের মাছি আছে, যারা জলপ্রবাহের ধারে গাছের শিকড়ে জমায়েত হয় একটি পুরুষ মাছির কাছে। এর মধ্যে অন্য কোনো পুরুষ মাছি যদি গোলমাল বাধাতে আসে তাহলে পুরুষদ্বয় চোখে চোখ রেখে যুদ্ধে আহবান জানায় এবং যুদ্ধে বিজয়ী পুরুষ স্ত্রী মাছির সাথে মিলিত হওয়ার সুযোগ লাভ করে থাকে। মজার ব্যাপার হলো #যৌন আধিপত্য বিস্তারের জন্য এরকম মারামারি কিংবা মাস্তানি করা শুধু মাছির মধ্যেই সীমিত নয়। জীবজগতের আরও অনেক প্রাণীর মধ্যেই তা দেখা যায়। এক্ষেত্রে পুরুষরাই মারামারি করে আর স্ত্রী মাছিরা বিজয়ী পুরুষকে কাছে পেতে চায়। এই নিয়ম কি প্রকৃতি প্রদত্ত নাকি প্রবৃত্তির সৃষ্ট? কিংবা তা চিরন্তন স্বভাব? সেটা বলার সুযোগ নেই। তবে কথা হলো এই স্বভাব মানুষের মধ্যেও আছে। কিন্তু মানুষ তার বিবেক-বুদ্ধি আর নিয়মকানুন দিয়ে অনেকটাই সংযত। তবে সব সময় নয়।

জীবজগতের এই ‘পশুসভ্যতাই’ এখন পুরোদস্তুর ভর করেছে মানবসভ্যতায়! দেশের আনাচে-কানাচে ঘটমান হাজারো ঘটনা আমাদেরকে একথা বলতে বাধ্য করছে। ঘটনাটা কুমিল্লার। ঠিক একই রেখায় দাঁড়িয়ে, বলা যায় যৌন আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করেই ঘটল এধরনের একটি ঘটনা। কুমিল্লা সরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রেখা (ছদ্মনাম)। ভালোবাসা করে বিয়ে করেছেন আপেলকে। বিয়ের মাত্র চার মাস গড়িয়েছে। এরই মধ্যে ঘটল চরম নির্মম ঘটনা। কেননা, এসব মাছির মতো কিছু লোক ছিল যারা আপেলকে তাদের প্রতিদ্বন্দ্বি মনে করেছিল এবং তারাও রেখাকে নিজেদের করে পেতে চেয়েছিল। সেই প্রতিযোগিতা চর্চা হওয়ায় জীবন দিতে হলো রেখার সঙ্গী আনসারকে। তারা তাকে হত্যা করে যৌনলালসায় হেরে যাওয়ার প্রতিশোধ নিল। এই ঘটনাটি পাঠ করতে গিয়ে বারবার মনে পড়ছিল মাছিদের এই যৌন আধিপত্য বিস্তারের ঘটনা এবং একে কেন্দ্র করে এক অপরের জীবননাশ করার ট্রাজেডি। [তথ্যসূত্র : আমার দেশ ২৬/০৭/১১ইং]

আপনি পড়ছেনঃ  মুক্তবাসিনী-২ বই থেকে। 

The post জীববৈচিত্রে বিলুপ্ত নৈতিকতা appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 2081

Trending Articles