মাসআলাঃ- ১২. অযুর পরিবর্তে অপবিত্র ব্যক্তির তায়াম্মুম করা
আয়েশার হাদীসের প্রেক্ষিতে তাদের উভয়ের জন্য কখনো অযুর পরিবর্তে তায়াম্মুম বৈধ আছে। তিনি বলেন,
আরবী……….
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন অপবিত্র হতেন এবং ঘুমানোর ইচ্ছা করতেন তখন অযু করতেন বা তায়াম্মুম করতেন।”[1]
আপনি আরো পড়তে পারেনঃ তায়াম্মুম করার নিয়ম
আপনি পড়ছেনঃ বাসর রাতের আদর্শ বই থেকে।
[1] বাইহাকী (১/২০০) পৃঃ ইসাম বিন আলী হতে তিনি হিশাম হতে, তিনি তার পিতা হতে তিনি আয়েশাহ (রাঃ) থেকে বর্ণনা করেছেন। হাফিয ইবনে হাজার ফাতহুল বারীতে !১/৩১৩) পৃষ্ঠা সানাদ হাসান বলেছেন।
আমি বলব, ইবনু আবী শাইবাহ (১/৪৮/১) পৃষ্ঠা ইসাম হতে তিনি আয়েশাহ পর্যন্ত মাওফুকভাবে বর্ণনা করেছেন ঃ
এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলঃ যে রাত্রে অপবিত্র হয়, অতঃপর সে ঘুমানোর ইচ্ছা করে, আয়েশাহ বলেন, অযু করবে অথবা তায়াম্মুম করবে। তার সানাদ সহীহ।
আর ইসমাঈল বিন আইয়াশ হিশাম বিন উরওয়া থেকে মারফু সূত্রে তার অনুসরণ করেছেন। তার শব্দ হচ্ছেঃ আরবী……………….
“তিনি যদি তার কোন স্ত্রীর সাথে সহবাস করতেন অতঃপর উঠতে অলসতা মনে হত তাহলে তার হস্তকে দেয়ালে মারতেন ও তায়াম্মুম করতেন। ইমাম তাবারানী আওসাতে বাকিয়্যাতা বিন ওয়ালিদ থেকে বর্ণনা করেছেন। আর তিনি বলেন, হিশাম থেকে শুধু ইসমাঈলই বর্ণনা করেছেন। আমি বলব, ইসমাঈল দুই হিজাজ থেকে বর্ণনা করাতে যঈফ। আর এটা তার মধ্যে একটি। কিন্তু ইসাম বিন আলী তার অনুসরণ করেছে। আর সে মজবুতবারী, যেমন অতিবাহিত হয়েছে। আর তার অনুসরণে প্রকাশ্য ভাবে ত্ববরানির প্রতিবাদ করা হচ্ছে।
The post অযুর পরিবর্তে অপবিত্র ব্যক্তির তায়াম্মুম করা appeared first on Amar Bangla Post.