মাসাআলাঃ- ১৩. ঘুমের পূর্বে গোসল করা উত্তম
আন্দুল্লাহ বিন কইস—এর হাদীসের প্রেক্ষিতে ঘুমের পূর্বে উভয়ের গোসল করা উত্তম।
আরবী……….
আবদুল্লাহ বিন কইস হতে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশাহ (রাঃ)-কে জিজ্ঞেস করে বললাম, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম অপবিত্র অবস্থায় কিরূপ করতেন? তিনি কি ঘুমের পূর্বে গোসল করতেন, না গোসলের পূর্বে ঘুমাতেন? আয়েশা (রাঃ) বলেন, তিনি উভয়টি করতেন। কখন গোসল করতেন তারপর ঘুমাতেন আবার কখনো অযু করতেন, অতঃপর ঘুমাতেন। আমি বললাম, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি কর্মে প্রশস্ততা করেছেন। [1]
আপনি পড়ছেনঃ বাসর রাতের আদর্শ বই থেকে।
[1] মুসলিম (১/১৭১) পৃষ্ঠা, আবূ আওয়ানাহ (১/২৭৮) পৃষ্ঠা, আহমাদ (৬/৭৩ ও ১৪৯) পৃষ্ঠা।
The post ঘুমের পূর্বে গোসল করা উত্তম appeared first on Amar Bangla Post.