জীবন-যৌবন, মানস-মোহন,
রমনী-রতন, সঙ্গে যাবে না।
নয়ন-রঞ্জন, সুন্দর বসন,
মোহন ভূষণ, অঙ্গে রবে না।
ত্যজিলে এ ভব, পড়ি রবে সব,
পার্থিব বিভর, সাথী হবে না।।
সুন্দর গঠন, তব সে ভবন,
লবে অন্য জন, সঙ্গে যাবে না।
যারে বন্ধু বলি, দিয়াছ সকলই,
সে প্রাণ-পুতলি, ফিরে চাবে না।
পিতা-মাতা আর পুত্র পরিবার,
করবে হাহাকার, সঙ্গে রবে না।।
নির্বাণ-জীবনে, ত্যজিলে স্বজনে,
কেহ সে জীবনে, সাথী হবে না।
সেই ব্রহ্ম ভিন্ন, বিশ্ব-পিতা ভিন্ন,
নিকটেতে অন্য, কেহ রবে না।
তাই বলি মন, বিষয় ব্যসন,
অনিত্য জীবন, চির রবে না।
ত্যজিয়ে এ ভব, পার্থিব বিভব,
সঁপো তাঁরে সব, কষ্ট পাবে না।।
পাবে না।।
The post জীবন-যৌবন, মানস-মোহন-দূর্গা দাস লাহিড়ি appeared first on Amar Bangla Post.