প্রশ্নঃ সুঁই কি বেশি ভাল? বড়ির চেয়ে ভাল? এখন সুঁই নেয়। শাশুড়ী বলল, সুঁই কেন? বড়ি না সুঁই (ইনজেকশন) কোনটা ভাল? সুঁই নেওয়ার পর মাসিক কমে গেছে, মনে হয় পেটে বাচ্চা আসছে? মাসিক কেন কম হচ্ছে জিজ্ঞেস করছি?
উত্তরঃ ইনজেকশন বা সুঁই নেয়ার পর প্রথম প্রথম মাসিকের কিছু সমস্যা হতে পারে, যেমন-মাসিক কমে যাওয়া বা একেবারে না হওয়া। এতে ভয় পাবার কিছু নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যায়। তবে কারো যদি মনে হয় যে তার পেটে বাচ্চা এসেছে তাহলে তাড়াতাড়ি ডাক্তারের সাথে যোগাযোগ করে প্রকৃতপক্ষেই বাচ্চা এসেছে কিনা পরীক্ষা করিয়ে নিতে হবে।- স্বামী স্ত্রীর মধুর মিলন
The post প্রশ্নঃ সুঁই কি বেশি ভাল? বড়ির চেয়ে ভাল? appeared first on Amar Bangla Post.